v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-15 14:09:55    
চীনের গ্রামীণ সুপারমার্কেট

cri
    আগে চীনের গ্রামাঞ্চলে ব্যাপক কৃষকরা গ্রামীণ মুদীখানা বা হাট থেকে খাবারসহ নানা রকম প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য পণ্য কিনতেন । বাড়িতে ব্যবহার্য বিরাটাকারের ইলেকট্রনিকস্ পণ্য কেনার জন্য তাদের জেলা শহরের বিপনী দোকানে যেতে হতো । এতে চীনের গ্রামাঞ্চলে বাণিজ্যিক পরিসেবা ব্যবস্থার অভাব দেখা যেতো । ২০০৫ সালে চীনের গ্রামাঞ্চলে সুপারমার্কেট গড়ে তোলার জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয় কৃষকদের উপকারিতামূলক কর্মসূচী চালু করেছে । গত দু' বছর প্রচেষ্টা চালানোর মাধ্যমে চীনের গ্রামাঞ্চলে শহরের বহু সুপারমার্কেটের শাখা গড়ে তোলা হয়েছে । এতে কৃষকরা ব্যাপকভাবে প্রকৃতভাবে উপকৃত হয়েছেন ।

    ইয়ুন ফুং গ্রাম দক্ষিণ পূর্ব চীনের ফু চিয়ান প্রদেশের সিয়ান ইউ জেলার পার্বত্য এলাকার একটি ছোট্ট গ্রাম । আগে গ্রামবাসীরা নিত্য ব্যবহার্য পণ্য কেনার জন্য ৬০ কিলোমিটার দূরে জেলা শহরে যেতেন । এখন গ্রামে সুপারমার্কেট প্রতিষ্ঠিত হয়েছে। খুটিনাটি জিনিসপত্র কেনার জন্য এখন শুধু মাত্র কয়েক মিনিট হাটলেই হলো । দেড় শো বর্গ মিটার এই সুপারমার্কেট প্রশস্ত ও পরিপাটি । ভিতরে হাল্কা পানীয় , মদ , শুষ্ক ও টাটকা ফলমূল এবং ইলেকট্রনিকস্ পণ্যসহ বিবিধ নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য পাওয়া যায় । গ্রামবাসী ইয়াং শি ছেই বলেছেন ,

    এখানে জিনিস শস্তায় পাওয়া যায় । পণ্যের উত্কর্ষও ভাল । বাড়িতে ব্যবহার্য নানা রকম পণ্য এখানে পাওয়া যায় ।

    সুপারমার্কেটের পণ্যদ্রব্যের দাম সাধারণ ব্যক্তিগত মুদীদোকানের চেয়ে ৫ থেকে ৮ শতাংশ কম এবং পণ্যের উত্কর্ষও ভাল ।

    চীনের শহরগুলোতে সুপারমার্কেট প্রতিষ্ঠিত হয়েছে , বেশ কয়েক বছর হল । কিন্তু গ্রামাঞ্চলে তা গড়ে তোলা হয়েছে , মাত্র দু' বছর হল । গ্রামীণ ব্যক্তি মালিকানাধীন মুদি দোকানের তুলনায় ক্রয়-বিক্রয়ের ব্যাপারে বিভিন্ন শাখার মাধ্যমে গ্রামীণ সুপারমার্কেটের অনেক সুবিধা রয়েছে । বহু গ্রামীণ সুপারমার্কেট গ্রামবাসীদের চাহিদা মেটানোর জন্য পণ্যের অর্ডার ও পণ্য সরাসরি পাঠানোর পদ্ধতি চালু করছে । নিত্য ব্যবহার্য পণ্য ছাড়া গ্রামীণ সুপারমার্কেট কৃষকদের বৈশিষ্ট্য অনুসারে পরিসেবা করছে । যেমন কৃষকদের কাছে কৃষি উত্পাদনের সামগ্রী সরবরাহ করা হয় এবং কৃষকদের কাছে কৃষি উত্পাদনের পরামর্শ প্রদানের জন্য কৃষি বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয় ।

    চীনের গ্রামাঞ্চলের বাণিজ্যিক ব্যবস্থার যে এত ব্যাপক পরিবর্তন হয়েছে , তার মূলে রয়েছে সরকারের কৃষকদের সহায়তা দেয়ার কর্মসূচীর প্রবর্তন । এর ফলে কৃষকরা আরো বেশি দূরে না যেয়েও নিজেদের প্রিয় পণ্যদ্রব্য কিনতে পারেন । চীন সরকার তাকে হাজার হাজার গ্রামে বাজার গড়ে তোলার প্রকল্প নাম দিয়েছে । চীনের বাণিজ্য মন্ত্রী বো শি লাই এই প্রকল্প প্রসঙ্গে বলেন ,

    এই প্রকল্প চালু হওয়ায় কৃষকদের জন্য বিশ্বাসযোগ্য পণ্য পাওয়া যায় এবং তাদের কেনার ক্ষমতা আরো সম্প্রসারিত করা যায় । এই প্রকল্প প্রবর্তনের ফলে সারা দেশে ১.৬ লাখ সুপারমার্কেট গড়ে তোলা হয়েছে । এ বছর এই সংখ্যা আড়াই লাখে দাঁড়াবে । তখন সারা দেশের ৭৫ শতাংশ জেলায় সুপারমার্কেট হয়ে যাবে । গত বছর এই প্রকল্পের সাহায্যে কৃষকদের ভোগ্যের মূল্য ৬০ বিলিয়ন ইউয়ান বাড়াবে । এ বছর এই মূল্য ৮৫ বিলিয়ন ইউয়ান বৃদ্ধি পাবে ।

    জরীপ অনুযায়ী , চীনে কৃষকদের সংখ্যা মোট লোকসংখ্যার ৭০ শতাংশ । কিন্তু তাদের ভোগ্য মূল্য সমগ্র দেশের এক তৃতীয়াংশ । ভোগের চাহিদা বিশেষ করে গ্রামাঞ্চলের ভোগের চাহিদা বাড়ানো এবং পুঁজি বিনিয়োগ ও রফতানির ওপর নির্ভর করে অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পরিস্থিতি বদলানো চীনের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ।

    দীর্ঘকাল ধরে গ্রামাঞ্চলের আয় কম ছিল । তাতে গ্রামাঞ্চলের ভোগের মান বৃদ্ধি ক্ষুন্ন হয়েছে । গ্রামাবাসীদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য চীন সরকার কৃষি কর মওকুফ করেছে , গ্রামাঞ্চলের সড়ক , বিশুদ্ধ পানি , বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা ও টেলি-যোগাযোগ ব্যবস্থাসহ বুনিয়াদি ব্যবস্থার নির্মাণকাজ জোরদার করেছে এবং গ্রামীণ শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য রক্ষাসহ বিভিন্ন গণ কল্যাণ ক্ষেত্রে অর্থ বরাদ্দ বাড়িয়েছে । এ সব নীতির ফলপ্রসূতা বেড়ে যাওয়ার পাশাপাশি চীনের কৃষকদের কেনার ক্ষমতাও ধীরে ধীরে উন্নত হয়েছে ।

    কিন্তু শুধু গ্রামের মনোহরি দোকান গ্রামবাসীদের ভোগের চাহিদা মেটাচ্ছে না । এ ছাড়া গ্রাম্য মনোহুরি দোকানের কোন কোন পণ্যদ্রব্য নকল । চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি জরীপ থেকে জানা গেছে , চীনে ৭৪ শতাংশ কৃষক বীজ , কীটনাশক ওষুধ ও রাসায়নিক সারসহ বিবিধ নকল পণ্যদ্রব্য কিনেছিলেন । এই পরিপ্রেক্ষিতে গ্রামাঞ্চলে শহরের সুপারমার্কেটের শাখা প্রতিষ্ঠিত হওয়ায় যেমন কৃষকদের জীবনযাপনের মান উন্নত হয়েছে , তেমনি বাজারে নকল পণ্যদ্রব্যের বিস্তৃতিও রোধ করা হয়েছে ।

    গ্রামাঞ্চলে বিপুল সংখ্যক সুপারমার্কেট গড়ে তোলার পাশাপাশি ব্যক্তি মালিকানাধীন মনোহুরি দোকানের ব্যবসা দিন দিন হ্রাস পাচ্ছে । সুপারমার্কেটের শাখায় পরিণত হওয়ার জন্য এই সব দোকানের মালিকরাও সুপারমার্কেটের ব্যবসা ও ব্যবস্থাপনার প্রশিক্ষণ নিতে প্রস্তুত ।

    কুয়াংশি চুয়ান জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে গ্রামবাসী রেই চিন ছিং ও তার দোকান গত বছরের শেষ নাগাদ সুপারমার্কেটের একটি শাখায় পরিণত হয়েছে । তার মার্কেট এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে । তিনি বলেন , তার মার্কেট ও ব্যবসা সমর্থন করার জন্য সরকার তাকে প্রায় ১০ হাজার ইউয়ান ভর্তুকী দিয়েছে । তার মার্কেটের বিক্রয়ের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে ।

    তার ব্যবসা আগের চেয়ে অনেক বেড়েছে । বিক্রয় মূল্য দ্বিগুণ হয়েছে ।

    চীনের গ্রামাঞ্চলে সুপারমার্কেটকে জনপ্রিয় করে তোলার জন্য চীন সরকার বিপুল অংকের অর্থ বরাদ্দ করেছে । ২০০৫ সাল থেকে চীন সরকার মোট ৫০ কোটি ইউয়ান বরাদ্দ করেছে এবং ১০ বিলিয়ন অগ্রাধিকারমূলক ঋণ দিয়েছে ।

    কৃষি পণ্যের ক্রয়-বিক্রয় ত্বরান্বিত করার জন্য চীনে ১ শো বিরাটাকারের কৃষি পণ্য পাইকারী বাজার গড়ে তোলা হচ্ছে । এই সব পাইকারী বাজার চালু হওয়ার পর বিভিন্ন অঞ্চলের কৃষি পণ্যের ক্রয়-বিক্রয় ত্বরান্বিত করা হবে ।