প্রিয় শ্রোতাবন্ধুরা, সুদূর পেইচিং থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান শুরু করছি। আমি আপনাদের বন্ধু লিলি। প্রতিক্ষার পর চাওয়া পাওয়া এই রবিবার রাতে আপনাদের সঙ্গে আবার মিলিত হচ্ছি। খুব আনন্দিত, তাই না?। তাহলে এখন আমরা একসঙ্গে শ্রুতিমধুর গান উপভোগ করবো।
বাংলাদেশের কুষ্টিয়া জেলার মির্জাপুরের ছিথালিয়া গ্রামের সি.এস.ডব্লিউ.ও শ্রোতা সংঘের প্রেসিডেন্ট মনিরুজ্জামান মনির আমাদের অনুষ্ঠানে এন্ড্রু কিশোরের কন্ঠে একটি ছায়াছবির গান শুনতে চেয়েছেন। ছায়াছবির নাম হলো সারেন্ডার। দুঃখিত ভাই, গানটি আমাদের কাছে নেই। তাই এখন আমরা এন্ড্রু কিশোরের কন্ঠে আরেকটি গান শুনবো। গানের শিরোনাম হলো আমার সারা দেহ খেয়ো গো মাটি।
বাংলাদেশের ঝিনাইদহ জেলার ইসলামপুর গ্রামের স্পন্দন রেডিও লিসনার্স ক্লাবের লিলি, মিলি, নিলি, শিলি এবং জুলি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী মমতাজের গাওয়া আমার বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ীর সামনে দিয়া হাইট্টা যায় গানটি শুনতে চেয়েছেন। হে, লিলি বন্ধু, আমাদের দু'জনের নাম কিন্তু একই। তাই না? আসলে আমার চীনা নামের উচারণও লিলি। আচ্ছা, বন্ধুরা, এখন লিলির সঙ্গে মিলে গানটি শোনা যাক।
বাংলাদেশের যশোর জেলার ছাতিয়ানওলা রেডিও লিসনার্স ক্লাবের রবি, রুলি, সবুর, শেলী, মিলি, সালমারবি, রহিমা, শামনুর, নিলারবি, নার্গিস, ইমরান, মিতু, এ্যানি, রুমি, সুরভীরবি ও সালমা সরদার আমাদের অনুষ্ঠানে অঞ্জন দত্তের গাওয়া চাকরীটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। কিন্তু বন্ধুরা, আমি খুব দুঃখিত, গানটি আমাদের কাছে নেই। তাই আমি অঞ্জন দত্তের কন্ঠে আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "রাজু রানী রামবো। কেমন? আশা করি আপনারা হতাশ হবেন না।
বাংলাদেশের রাজবাড়ী জেলার বড়বাংলটি গ্রামের দিগন্ত রেডিও শ্রোতা ক্লাবের মো: নাসির উদ্দিন তারঁ চিঠিতে লিখেছেন: আমি আপনাদের কাছে আমার একটা পছন্দের গান শুনতে চাই। দয়া করে শোনাবেন কি?। পছন্দের শিল্পী হলো জেমস, পছন্দের গান হলো বাংলাদেশ। কিন্তু, খুব দুঃখিত, ভাইয়া, গানটি আমাদের কাছে নেই। তাই এখন আমরা জেমসের গাওয়া "সুস্মিতার সবুজ ওড়না" গানটি শুনি।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমাদের অনুষ্ঠানে আপনারা কার কন্ঠে কি গান শুনতে চান, আমাকে লিখে জানাবেন। আমি আপনাদের চিঠির অপেক্ষায় আছি। আজকের চাওয়া পাওয়া শোনার জন্যে অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে।
|