v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-14 19:20:08    
ই ইউ'র সঙ্গে সার্বিয়ার পুনরায় " স্থিতিশীল ও সহযোগিতামূলক চুক্তি"নিয়ে আলোচনা শুরু

cri

    ই ইউ'র সঙ্গে সার্বিয়ার পুনরায় " স্থিতিশীল ও সহযোগিতামূলক চুক্তি" নিয়ে আলোচনা ১৩ জুন ই ইউ'র সদরদফতর ব্রাসেলসে শুরু হয়েছে। সার্বিয়ার উপপ্রধানমন্ত্রী বোজিডার জিলিক এবং ই ইউ'র পূর্বমুখী সম্প্রসারণ সংক্রান্ত কমিটির ওলি রেন নিজেদের প্রতিনিধি দলের প্রধান হিসেবে এবারের সম্মেলনে অংশ নেন। এটি হলো দু'পক্ষের আলোচনা বন্ধ হওয়ার একবছরের মধ্যে পুনরায় শুরু হওয়া।

    " স্থিতিশীল ও সহযোগিতামূলক চুক্তি" হচ্ছে ই ইউ'র পূর্বমুখী সম্প্রসারণ ক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ বিয়ষ। সাবেক যুগোস্লাভিয়া প্রজাতন্ত্র ভেঙে যাওয়ার পর, ১৯৯৯ সাল থেকে ই ইউ এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট আলোচনা করে থাকে। এ চুক্তি অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর মতৈক্যে পোঁছালে তাদেরকে ই ইউ'র ভেতরে সদস্য দেশের আবেদন জানতে করবে। এ সংশ্লিষ্ট বিষয়ে দেশগুলোর মধ্যে স্লোভিনিয়া ২০০৪ সালে ই ইউ'র মধ্যে যোগদান দিয়েছে। তবে বসনিয়া-হের্জেগোভিনা , মন্টি নেগ্রো প্রজাতন্ত্র , ম্যাসিডোনিয়া এবং সার্বিয়াসহ এ চুক্তিতে মতৈক্য হয়নি বলে এখনো সংশ্লিষ্ট আলোচনার কাজ আরও চলছে। ই ইউ বসনিয়া-হের্জেগোভিনাকে দেশের পুলিশ ব্যবস্থা সংস্কার করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে ই ইউ মন্টি নেগ্রো প্রজাতন্ত্রকে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার বেশি জোরদার করার দাবি জানিয়েছে। তাছাড়াও , ই ইউ সংশ্লিষ্ট অপরাধ তত্পরতা দমনের জন্য ম্যাসিডোনিয়াকে দেশের আইন বিচার ব্যবস্থা উন্নত করার আহ্বান জানিয়েছে।

    ২০০৫ সালের অক্টোবরে সার্বিয়া ই ইউ'র সঙ্গে সংশ্লিষ্ট আলোচনা শুরু হয়েছে। এটি হলো সাবেক জুগোস্লাভিয়া দেশগুলোর মধ্যে সর্বশেষ।এবারের আলোচনা শুধু সাতমাসব্যাপী শেষ হয়েছে। গত বছর ৩ মে মাসে সার্বিয়ার সাবেক সরকার হেগের সাবেক জুগোস্লাভিয়ার বন্দী সংক্রান্ত আন্তর্জাতিক আদালতের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা না করার কারণে ই ইউ এবারের আলোচনা বন্ধ করেছে। এ ব্যাপারে ই ইউ বলেছে, সার্বিয়া হেগের আদালতের সঙ্গে পুরোপুরিভাবে সহযোগিতা করার পাশা পাশি তাদের সংশ্লিষ্ট আলোচনা পুনরায় শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।

    চলতি বছর মে মাসে সার্বিয়ার নতুন সরকার প্রতিষ্ঠার পর, সার্বিয়ার প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, বর্তমানে সার্বিয়ার সবচে' গুরুত্বপূর্ণ লক্ষ হচ্ছে ইউরোপীয় একীকরণ প্রক্রিয়ায় প্রবেশের জন্য হেগের আদালতের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করা। সার্বিয়ার প্রেসিডেন্টও বলেছেন, এ ব্যাপারে সার্বিয়া অব্যাহতভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক। সার্বিয়া ই ইউ'র মানদন্ড অনুসারে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের সংস্কার করতে হবে। যাতে যথাযথভাবে ই ইউ'র একটি সদস্য দেশ পরিণত করতে সম্ভব হয়। উল্লেখ্য, সার্বিয়ার নতুন সরকার হেগের আদালতের সঙ্গে সার্বিকভাবে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এ জন্য এ ব্যাপারে ই ইউ " স্থিতিশীল ও সহযোগিতামূলক চুক্তির" আলোচনা আবার শুরু হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    জানা গেছে, দু'পক্ষের এ আলোচনায় গুরুত্বপূর্ণভাবে দু'টি অংশ হয়ে থাকে। তা হলো রাজনৈতিক ও অর্থনৈতিক অংশ । ১৩ জুন অনুষ্ঠিত আলোচনা হচ্ছে রাজনৈতিক বিষয়। সম্মেলনে অংশগ্রহণকারী গুরুত্বপূর্ণভাবে " স্থিতিশীল ও সহযোগিতামূলক চুক্তির" প্রস্তাবনা এবং দু'পক্ষের রাজনৈতিক সংলাপ ও আঞ্চলিক সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করেছে। সংশ্লিষ্ট অর্থনৈতিক অংশের আলোচনা ১২ জুলাই মাস থেকে অনুষ্ঠিত হবে। দু'পক্ষ গুরুত্বপূর্ণভাবে শুল্ক কমানো, অবরাধ বাণিজ্য এবং পুঁজি বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রের সমস্যা নিয়ে আলোচনা করবে। এ ব্যাপারে সার্বিয়ার প্রতিনিধি দলের প্রধান কর্মকর্তা জেলিক এ আলোচনায় এ বছরের শরত্কালে শেষ করার আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, এ বছর শেষ দিকে সংশ্লিষ্ট খসড়া প্রস্তাব স্বাক্ষর করবে বলে অনুমান করা হচ্ছে। ই ইউ'র পূর্বমুখী সম্প্রসারণ সংক্রান্ত কমিটির প্রধান কর্মকর্তা রিহন বলেছেন, " স্থিতিশীল ও সহযোগিতামূলক চুক্তি" সার্বিয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে। এর ফলে এ ব্যাপারে সার্বিয়ার জনগণ বেশি উপকৃত হবে ।