বর্তমানে বিশ্বে ভূ-উত্তাপ ব্যবহারের পরিমাণের দিক থেকে চীনের স্থান প্রথম এবং বছরে তা ১০ শতাংশ করে বাড়ছে ।
চীনের পুনঃব্যবহার্য জ্বালানী সমিতির প্রধান শি তিং হোয়ান বলেছেন , ভূ-উত্তাপ বিদ্যুত্ উত্পাদনের ক্ষেত্রে কাজে লাগানো যায় । এ ছাড়াও অধিক জ্বালানী সাশ্রয়ের এক ধরনের পুনঃব্যবহার্য জ্বালানী বিষয়ক প্রযুক্তি হিসেবে তা সমাজের বিভিন্ন ক্ষেত্রের দৃষ্টি আকর্ষণ করছে । ২০০৬ সালের শেষ নাগাদ চীনের বেশির ভাগ প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলগুলোতে এই প্রযুক্তিকে ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলা হয়েছে । এ পর্যন্ত চীনে ৩ কোটি বর্গ মিটার বাড়িঘরে এই প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে ।
চীন ভূ-উত্তাপ সম্পদে সমৃদ্ধ । বছরে ৬.৭ বিলিয়ন কিউবিক মিটার ভূগর্ভস্থ-গরম পানি সম্পদ কাজে লাগানো হচ্ছে । এ পর্যন্ত চীনে ভূ-উত্তাপ প্রধানতঃ চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার ব্যাপারে ব্যবহার করা হচ্ছে ।
|