চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ দাই ওয়ে ১৩ জুন পেইচিংয়ে জাপানের কিওডো বার্তা সংস্থার এক প্রতিনিধি দলকে সাক্ষাত্কার দেয়ার সময় বলেছেন , দু'দেশের সম্পর্কের উন্নয়ন যুগের অগ্রগতি ও দু'দেশের যার যার চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ।
সাক্ষাত্কারে উ দাই ওয়ে চীন সুষম সমাজ গড়ে তোলা , বিশ্বের সুষমতা ত্বরান্বিত করা আর শান্তিপূর্ণ উন্নয়নের নীতিতে অবিচল থাকা এবং বর্তমান চীন-জাপান সম্পর্কের বিষয়ে তার অভিমত ব্যক্ত করেছেন । তিনি জোর দিয়ে বলেছেন , উভয় পক্ষের উচিত নতুন পরিস্থিতিতে যৌথ স্বার্থ বাড়ানো এবং দু'দেশ ও এই অঞ্চলের জনগণের জন্য উপকার বয়ে আনা । দু'দেশের সংবাদ মাধ্যম দু'দেশের সম্পর্কের সুষ্ঠু বিকাশের জন্য গঠনমূলক ভূমিকা পালন করতে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন ।
প্রতিনিধি দলটি বলেছে , দু'দেশের মধ্যে ব্যাপক যৌথ স্বার্থ রয়েছে । কিওডো বার্তা সংস্থা বাস্তব দিক থেকে চীন সম্পর্কে প্রচার করবে এবং দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা জোরদার করবে ।
|