চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১৪ জুন পেইচিংয়ে বলেছেন , চীন-জাপান সম্পর্কের বিষয়ে চীন সরকার বরাবরই ইতিহাস থেকে শিক্ষা নেয়া এবং ভবিষ্যতমুখী হওয়ার নীতিতে অবিচল থাকে । চীনে তথাকথিত জাপান বিরোধী শিক্ষা ব্যবস্থা নেই ।
বর্তমানে জাপানের কিছুসংখ্যক সাংসদ জাপানের আগ্রাসন বিরোধী স্মৃতি ভবন থেকে চীনের বিরুদ্ধে জাপানী আগ্রাসী বাহিনী সম্পর্কিত ঐতিহাসিক আলোকচিত্র সরিয়ে নেয়ার জন্য চীনকে অনুরোধ করেছেন । সেজন্য এ দিন অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে ছিন কাং বলেছেন , এ থেকে বোঝা যায় , বিভ্রান্ত ইতিহাসকে ছেড়ে দেয়ার ব্যাপারে জাপানের কিছুসংখ্যক লোকের সাহস নেই ।
তিনি বলেছেন , জাপানের আগ্রাসী যুদ্ধ চীনা জনগণের জন্য গভীর দুঃখ-দুর্দশা ডেকে এনেছিল । সংশ্লিষ্ট আলোকচিত্রে এই শোচনীয় ইতিহাস তুলে ধরা হয়েছে । ইতিহাসকে স্মৃতি করার উদ্দেশ্য হচ্ছে শত্রুতা বাড়ানো নয় , বরং বিয়োগান্ত ঘটনার পুনরাবৃত্তি রোধ করা ।
|