চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে ১৪ জুন পেইচিং সফররত ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী জিয়াদ আবু আমর সাক্ষাত্ করেছেন। একই দিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ও আমরের মধ্যে বৈঠক হয়েছে।
ইয়াং চিয়ে ছি বলেছেন, চীন "আরব শান্তি প্রস্তাব" ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রয়াসকে সমর্থন করে। চীন ফিলিস্তিন ও ইস্রাইলের শান্তি আলোচনা আর মধ্য প্রাচ্য সমস্যার সার্বিক সমাধানের জন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক।
ইয়াং চিয়ে ছি বলেছেন, চীন আন্তরিকভাবে আশা করে, ফিলিস্তিনের বিভিন্ন পক্ষ সংযম বজায় রাখবে, অভ্যন্তরীণ সংঘর্ষ বন্ধ করবে, যৌথভাবে জাতির স্বার্থ রক্ষা করবে, এ ভিত্তিতে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে মিলিতভাবে ইতিবাচক ব্যবস্থা নেবে। এ ছাড়াও পারস্পরিক আস্থা স্থাপন করবে ও যত তাড়াতাড়ি সম্ভব ফিলিস্তিন ও ইস্রাইলের শান্তি আলোচনার জন্য সুযোগ সৃষ্টি করবে।
ইয়াং চিয়ে ছি আরো বলেছেন, চীন অব্যাহতভাবে চীন ও ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এবং চীন ও ফিলিস্তিনের সম্পর্কের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করবে।
আমর ফিলিস্তিনের পরিস্থিতি ও ফিলিস্তিন আর ইস্রাইলের সর্বশেষ অগ্রগতির অবস্থা ব্যাখ্যা করেছেন। তিনি দীর্ঘকাল ধরে চীনের দেয়া দৃঢ় সমর্থনের প্রশংসা করেছেন।
|