১৪ জুন চীনের তথ্য শিল্প মন্ত্রণালয়ের উপমন্ত্রী লৌ ছিন চিয়ান পেইচিংয়ে বলেছেন, আগামী কয়েক বছর হচ্ছে চীনের সফ্টওয়ার শিল্প উন্নয়নের গুরুত্বপূর্ণ সময়। চীন প্রচেষ্টার মাধ্যমে সফ্টওয়ার শিল্পের উন্নয়নকে ত্বরান্বিত করবে ।
১১তম চীন আন্তর্জাতিক সফ্টওয়ার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকালে তিনি এ কথা বলেছেন । তিনি বলেছেন, চীন অব্যাহতভাবে আইন প্রণয়নের মাধ্যমে সফ্টওয়ার শিল্পের সংরক্ষণ জোরদার করবে , নিজস্ব মেধাস্বত্ত্ব অর্জনকারী সফ্টওয়ার শিল্প প্রতিষ্ঠানকে প্রশিক্ষণ দেবে এবং গুণগতমানের সফ্টওয়ার শিল্পের কেন্দ্র প্রতিষ্ঠা করবে । এর পাশাপাশি বহু জাতিক সফ্টওয়ার কোম্পানিকে চীনে পুঁজি বিনিয়োগে উত্সাহ দেবে ।
তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে, ভবিষ্যতে চীন নকল সফ্টওয়ারের ওপর আঘাত হানার বিষয়টি জোরদার করবে ।
|