১৩ জুন চীনের জাতীয় পর্যটন ব্যুরোর প্রধান শাও ছি ওয়েই তিউনিসিয়ায় অনুষ্ঠিত পঞ্চম আইন প্রণয়নকারী কংগ্রেসের সদস্য এবং আঞ্চলিক সরকারের আন্তর্জাতিক পর্যটন ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, চীন পারস্পরিক উপকার ও স্বার্থ অর্জনের লক্ষে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের মধ্যে পর্যটন বিনিময় ও সহযোগিতা চালাবে এবং সম্মিলিতভাবে বিশ্বের পর্যটন শিল্পের সমৃদ্ধ উন্নয়ন ত্বরান্বিত করবে ।
তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের পর্যটন শিল্প অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং বিশ্বের সবচেয়ে প্রাণচঞ্চল শিল্পে পরিণত হচ্ছে । তা অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা, দারিদ্র বিমোচন এবং বিভিন্ন দেশ ও জাতির মধ্যে বিনিময় ও পারস্পরিক আস্থা ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে । চীন সরকার এবং বিভিন্ন পর্যায়ের আঞ্চলিক সরকার পর্যটন শিল্পের উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে । চীনের পর্যটন শিল্প দ্রুত উন্নত হচ্ছে এবং বিশ্বের পর্যটন শিল্পের জন্য অবদান রয়েছে ।
|