হামাস ১৪ জুন জানিয়েছে, তারা গাজা অঞ্চলে আন্তর্জাতিক বাহিনীর মোতায়েনকে মেনে নেবে না।
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি ১৪ জুন বলেন, গাজা অঞ্চলে মোতায়েন যে কোন আন্তর্জাতিক বাহিনী , যে কোন দেশ থেকেই আসুক না কেন, হামাস তাকে দখলকৃত বাহিনী মনে করবে।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস , ইস্রাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট ১২ জুন পৃথক পৃথকভাবে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তাঁরা বান কি মুনের কাছে গাজা অঞ্চলে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন। ১৩ জুন বান কি মুন এ বিষয় নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনা করেছেন।
|