চীনের প্রেসিডেন্ট হু চিন থাও এর সঙ্গে ১৩ জুন পেইচিংয়ে সুরিনাম প্রজাতন্ত্রের ভাইস-প্রেসিডেন্ট রামডিয়েন সার্ডজোর সাক্ষাত্ করেছেন। হু চিন থাও বলেছেন, চীন সুরিনামের সঙ্গে আলোচনা ও সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ করতে ইচ্ছুক।
তিনি আরো বলেছেন, চীন ও সুরিনামের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের কারণ হচ্ছে দু'দেশের সুষম নীতি মেনে চলা , পরস্পরকে সম্মান করা, নিজেদের ঐতিহাসিক সাংস্কৃতিক ঐতিহ্য এবং নিজ নিজ উন্নয়নের বিষয়ে সচেতন থাকা। দু'পক্ষ পারস্পরিক উপকারিতামূলক সুদীর্ঘ বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রচেষ্টা চালিয়েছে। তিনি দু'দেশের যৌথ উন্নয়নের ব্যাপারে সংশ্লিষ্ট সহযোগিতামূলক বিষয়গুলো বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন। যাতে চীন ও সুরিনামের আর্থ-বাণিজ্যিক সহযোগিতা অব্যাহতভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়।
সার্ডজো বলেছেন, ভাল বন্ধু হিসেবে চীন সুরিনামের ব্যাপক উন্নয়নের জন্যে অনেক সাহায্য করেছে।তিনি জোর দিয়ে বলেছেন, সুরিনাম সরকার দৃঢ়ভাবে একচীন নীতি অনুসরণ করবে। চীন ও সুরিনামের বন্ধুত্বপূর্ণ সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত উন্নয়নের লক্ষ প্রচেষ্টা চালিয়ে যেতে ইচ্ছুক।
|