v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-13 19:50:17    
ঘুমের সঠিক ভঙ্গি

cri

    ঘুম হচ্ছে আমাদের  জীবনের একটি  প্রয়োজনীয় অংশ । আজকের অনুষ্ঠানে আমি আপনাদের ঘুমের সঠিক ভঙ্গির কথা বলবো । 

     অধিকাংশ লোকজনেরই  ঘুমানোর সময় একটি নিয়মিত ভঙ্গি রয়েছে । পরিসংখ্যান থেকে জানা গেছে, ৬৫ শতাংশ লোক সবসময় এক পাশে কাত হয়ে শুয়ে থাকে। ৩০ শতাংশ লোক চিত্ হয়ে শুয়ে থাকে এবং ৫ শতাংশ লোক উপুর হয়ে শুয়ে থাকে । গবেষণা থেকে জানা গেছে, সঠিক ঘুমানোর পদ্ধতি এবং শরীরের মেরুদণ্ডের স্বাস্থ্যের জন্য সহায়ক পদ্ধতি হল প্রধানত চিত্ হয়ে শুয়ে থাকা এবং যুক্তিযুক্তভাবে বাম বা ডান দিকে কাত হয়ে শুয়ে থাকা । এ ছাড়া , উপুর হয়ে শুয়ে থাকাসহ বিভিন্ন ভঙ্গি শরীরে মেরুদণ্ডের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর । যেমন কিছু লোক উপুর হয়ে শুয়ে থাকতে পছন্দ করে।  দীর্ঘকাল ধরে তা  করলে সহজভাবেই মেরুদণ্ডের রোগসহ মাথা ব্যথা, চোখ, কান ও নাকের রোগেও আক্রান্ত হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। নারীরা সন্তানের সঙ্গে ঘুমানোর সময় সহজভাবে শিশুদের কাছে দিক কাত হয়ে শুয়ে থাকে,তাও ভালো নয় । যদি বালিশের উচ্চতা অতি উঁচু হয় এবং  দীর্ঘদিন এ ধরনের বালিশ ব্যবহার করলেও   মেরুদণ্ডের   ক্ষতি করবে ।
     তাহলে কিভাবে ঘুমানো উচিত এবং শরীরের জন্য তা সহায়ক কি?
    ১. মেরুদণ্ডের স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেয়া : মেরুদণ্ডের যথেষ্ট ও যুক্তিযুক্ত বিশ্রাম হচ্ছে ভালো ঘুমের একটি গুরুত্বপূর্ণ অংশ । মেরুদণ্ড অসুস্থ্য হলে ,শরীরের অনেক অংশেই ভাগ অসুস্থ লাগবে এবং ভালো ঘুম হবে না । ঘুমানোর সময় চিত্ হয়ে শুয়ে থাকা ভালো। বিশ্রামের সময় যেমন টেলিভিশন বা বই পড়ার সময় দীর্ঘ সময় ধরে সোফায় শুয়ে না থাকাই ভালো এবং উপুর হয়ে বই পড়াও  ভালো নয় ।
    ২.গুণগতমানের তোশক ও বালিশ ব্যবহার করা : ঘুমানোর সময় শরীরের বেশি ওজন কটির দিকে থাকে, দীর্ঘদিন ব্যবহারে তোশকের এ অংশ সহজভাবেই নষ্ট হয়ে যাবে । যদি সবসময় ক্ষতিগ্রস্ত তোশকে শুয়ে থাকেন এবং ঘুমান তাহলে আপনার ঘুমের মান কমে যাবে এবং শরীরের মেরুদণ্ডে অপূরণীয় ক্ষতি হবে ।
    ৩. যথেষ্ট সময়  ঘুমানো । আমাদের ঘুমের সময় বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে  পরিবর্তিত হবে । বৃদ্ধকালে লোকজনের ঘুমের সময় শিশুদের চেয়ে অনেক কম । সাধারণত লোকজনের স্বাভাবিক ঘুমের সময় ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত । কিছু লোকের ঘুমের সময় শুধু মাত্র ৪ ঘন্টা । যথেষ্ট সময়  ঘুমালে  শরীরের সুস্থ্য অবস্থার জন্য তা অনেক সহায়ক হবে। সবসময় রাতে ঘুমানো লোকদের স্বাস্থ্য স্বাভাবিক ঘুমানো লোকদের চেয়ে দুর্বল ।