চীন গণ বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও শেয়ার গবেষণাগারের অধ্যাপক চাও শি চ্যুন ১৩ জুন পেইচিংয়ে সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , চীনে অদূর ভবিষ্যতে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেবে না ।
১২ জুন প্রকাশিত চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী , মে মাসে চীনের পণ্য মূল্যের সূচক গত বছরের অনুরূপ সময়ের তুলনায় ৩.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে । গত তিন মাস ধরে এই সূচকের বৃদ্ধি হার ৩ শতাংশেরও বেশি বজায় রয়েছে । এর মধ্যে খাদ্য , হাঁস-মুরগী ও ডিমসহ খাদ্য দ্রব্যের মূল্য লক্ষণীয়ভাবে বেড়েছে ।
তিনি বলেছেন , প্রাকৃতিক দুর্যোগ ও বাজারের মূল্য পরিবর্তনের প্রভাবে খাদ্য দ্রব্যের মূল্য দ্রুতভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । কিন্তু এই আংশিক মূল্য বেড়ে যাওয়ায় অদূর ভবিষ্যতে মুদ্রাস্ফীতির কোন সম্ভাবনা নেই ।
তিনি আরো বলেছেন , চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেশি , স্থির পুঁজি কিছুটা বৃদ্ধি পাওয়া এবং খাদ্য দ্রব্যের মূল্য বেড়ে যাওয়ার কারণে চীন মুদ্রাস্ফীতির চাপের সম্মুখীন হচ্ছে ।
|