১৩ জুন পাকিস্তানের 'নিউস্' পত্রিকার খবরে প্রকাশ , উত্তপ্ত আবহাওয়ার কারণে ১২ জুন পাকিস্তানে কমপক্ষেআরো ৪০জন মারা গেছে । এক অসমাপ্ত পরিসংখ্যান অনুযায়ী , চার দিন স্থায়ী উত্তপ্ত আবহাওয়ায় কমপক্ষে ১৩০জন নিহত হয়েছে ।
৯ জুন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা লক্ষণীয়ভাবে বেড়ে গেছে । পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে । এটা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ নজির স্থাপন করেছে । গত কয়েক দিন ধরে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল । কয়েকটি অঞ্চলের তাপমাত্রা ৫১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় ।
পাক আবহাওয়া বিশেষজ্ঞ বলেছেন , জুন মাসে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি কম হওয়ায় এই উত্তপ্ত আবহাওয়া দেখা দিচ্ছে ।
২০০৩ সালে পাকিস্তানে অধিক উত্তপ্ত আবহাওয়ায় ২৩০ জনেরও বেশি মারা যায় । ২০০৬ সালে পাকিস্তানে ৮০জন উত্তপ্ত আবহাওয়ায় নিহত হয়েছে ।
|