দক্ষিণ কোরীয় পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী সুং মিন সুন ১৩ জুন সিউলে বলেছেন , ম্যাকাও ব্যাংকে আটককৃত উত্তর কোরিয়ার অর্থ ফেরত্ দেয়ার সমস্যা নিষ্পত্তির দিকে চলছে । কিন্তু এর সঠিক তারিখ অনুমান করা যাচ্ছে না ।
দক্ষিণ কোরীয় বার্তা সংস্থার খবরে প্রকাশ , সুং মিন সুন এ দিন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে , এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর আলাপ - পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে । তবে এ সব দেশের কোন ব্যবস্থা নেয়ার কথা , তিনি তা প্রত্যাখ্যান করেছেন ।
এ দিন জাপানের সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ , গত সপ্তাহে ম্যাকাও ব্যাংকে আটককৃত উত্তর কোরীয় অর্থ ফেরত্ দেয়া হয়েছে । কিন্তু দক্ষিণ কোরীয় সরকারের একজন কর্মকর্তা তা আস্বীকার করেছেন ।
এ বছরের ১৩ ফেব্রুয়ারী কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সংক্রান্ত ছ'পক্ষীয় পঞ্চম দফা বৈঠকের তৃতীয় পর্যায়ের অধিবেশনে গৃহিত যৌথ দলিল অনুযায়ী ১৪ এপ্রিলের আগেই উত্তর কোরিয়া ইয়োংবিয়োংয়ে পরমাণু ব্যবস্থা বন্ধ করার কথা ছিল ।
|