সংশ্লিষ্ট বিভাগ থেকে জানা গেছে, ১১ জুন পর্যন্ত ৫ লাখ ২০ হাজার আগ্রহী ব্যক্তি পেইচিং অলিম্পিক গেমস ও প্রতিবন্ধী অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক হিসেবে নাম তালিকাভুক্ত করেছেন। এ বছরের ২৮ মার্চ স্বেচ্ছাসেবক সংগ্রহের কাজ শুরু হয়।
এই ৫ লাখ ২০ হাজার স্বেচ্ছাসেবকদের মধ্যে পেইচিংয়ের লোক সংখ্যা ৩ লাখেরও বেশি। পেইচিংয়ের অনেক বিশ্ববিদ্যালয়ের অর্ধেকেরও বেশি ছাত্রছাত্রী নাম লিখিয়েছেন। হংকং, ম্যাকাও ও তাইওয়ানের ৩০ হাজার লোকও নাম লিখিয়েছেন। প্রাথমিক নির্বাচনে প্রায় ২০ হাজার পেশাগত স্বেচ্ছাসেবক নির্বাচিত হয়েছে।
এখন পর্যন্ত "অলিম্পিক গেমসে স্বাগতম" নামক স্বেচ্ছাসেবক, অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির পূর্ব পর্যায়ের স্বেচ্ছাসেবক, গেমসের স্বেচ্ছাসেবক, শহুর স্বেচ্ছাসেবক, সামাজিক স্বেচ্ছাসেবক ও অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবকদের কাজকর্মের রূপান্তরসহ পেইচিং অলিম্পিক গেমসের স্বেচ্ছাসেবক সম্পর্কিত নানা কাজ পুরোদমে চলছে।
|