চীনের হোপেই অর্থনীতি ও বাণিজ্য বিশ্ববিদ্যালয় আর নেপালের কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে নেপালের প্রথম কনফুসিয়াস ইনস্টিটিউট ১৩ জুন কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত হয়েছে।
হোপেই অর্থনীতি ও বাণিজ্য বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপ্যাল ওয়াং ইং উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, হোপেই অর্থনীতি ও বাণিজ্য বিশ্ববিদ্যালয় আশা করে, কাঠমুন্ডু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নানা পর্যায়ের সার্বিক সহযোগিতা ও বিনিময়ের মাধ্যমে কনফুসিয়াস ইনস্টিটিউট নেপালে চীনা ভাষা শিক্ষাদানের কেন্দ্র ও চীন-নেপাল বিনিময়ের গুরুত্বপূর্ণ জানালায় পরিণত হবে।
কাঠমুন্ডুর উপাচার্য শর্মা এই বিশ্ববিদ্যালয়কে চীন সরকারের দেয়া সমর্থন ও উত্সাহ এবং হোপেই অর্থনীতি ও বাণিজ্য বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন এবং আশা করেন, কনফুসিয়াস ইনস্টিটিউটের মাধ্যমে চীনের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা শুরু হলো।
|