v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-13 19:13:48    
চীনে অল্পের সময়ের মধ্যে  মুদ্রাস্ফীতি দেখা দেবে না ।

cri
    চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ১২ জুন প্রকাশিত এক উপাত্ত থেকে জানা গেছে , মে মাসে চীনের ক্রেতাদের মূল্য বৃদ্ধিতালিকা চার মাস হ্রাসের পর আবার বৃদ্ধি পেয়েছে । গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ক্রেতার মূল্য তালিকা ৩.৪ শতাংশ বেশি হয়েছে । এর মধ্যে খাদ্যদ্রব্যের মূল্য ৮.৩ শতাংশ বেড়েছে । বিশেষজ্ঞদের ধারনা যদিও ক্রেতাদের মূল্য তালিকা বাড়ছে , তবে অল্পসময়ের মধ্যে সুস্পষ্ট মুদ্রা স্ফীতি দেখা দেবে না ।

    অর্থনীতিবিদ্যায় ক্রেতাদের মূল্য তালিকা --সি পি আই মুদ্রা স্ফীতি দেখা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। এ বছরের মার্চ মাস থেকে চীনের ক্রেতার মূল্য তালিকা পরপর তিন মাস ৩ শতাংশের উঁচু মান বজায় রয়েছে । চীনের ব্যাংকিং বিশেষজ্ঞ , চীনের কেন্দ্রীয় ফিনান্স ও ইকোনমিক্স ইন্সটিটিউটের স্টক গবেষণাগারের প্রধান হে ছিয়ান বলেছেন , চীনে যে কিছু পণ্যের দাম বেড়েছে , তা' আংশিক সমস্যা , তাই চীনে মুদ্রা স্ফীতি দেখা দেয়ার সম্ভাবনা নেই । তিনি আরো বলেছেন , বাজারের কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে , এর মধ্যে বিশেষ করে মাংস ও ডিমের দাম বেড়েছে । এর কারণ , দ্রব্যমূল্যের সার্বিক বৃদ্ধির ফল নয় । আমাদের দ্রব্যমূল্যের অব্যাহত বৃদ্ধি ঠেকানোর ব্যবস্থাও নিতে হবে । যদি অব্যাহতভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় , তাহলে মুদ্রাস্ফীতিদেখা দেবে ।

    চীনের গণ বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও স্টক গবেষণাগারের প্রফেসার চাও হোন চুন সি আর আইয়ের সংবাদদাতাকে বলেছেন , চীনে প্রাকৃতিক দুর্যোগ ও বাজারের কেনাবেচার পরিমানের প্রভাবে খাদ্যশস্য এবং মাংস ও মুরগীর দামের উঠানামা হয় । কিন্তু খাদ্যদ্রব্যের দামের উঠানামার দরুন মুদ্রা স্ফীতি দেখা দেয়ার সম্ভাবনা কম । তবে একথা বলা যায় যে , বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগসহ নানা উপাদান বিবেচনা করে চীনের মুদ্রা স্ফীতির চাপ আগের চেয়ে বাড়ছে । তিনি বলেছেন , খাদ্যশস্যের সরবরাহের দরুন চীনে মুদ্রাস্ফিতি দেখা দেবে না । তবে অন্য উপাদানও মুদ্রাস্ফীতির কারণ হতে পারে । যেমন মুদ্রা ও বিনিয়োগের উপাদান নিয়ন্ত্রণ করতে না পারলে মুদ্রা স্ফীতি সৃষ্টি করতে পারবে । যেমন বাজারের ব্যাংকগুলোর অর্থ বেশি হলে বিনিয়োগের অতিরিক্ত বৃদ্ধি থেকে মুদ্রাস্ফীতি সৃষ্টি করবে ।

    চাও সি চুন জোর দিয়ে বলেছেন ,বর্তমানে চীনের মুদ্রা স্ফীতির চাপের প্রধান কারণ হলো বাণিজ্যের অনুকূল উদ্বৃত্তের দরুণ বাজারের ব্যাংকগুলোর মুদ্রার পরিমানের অতিরিক্ত বৃদ্ধি । তিনি বলেছেন , অনুকূল বাণিজ্যিক উদ্বৃত্তের কল্যাণে বিদেশী মুদ্রার মজুদ দ্রুত বেড়ে যায় । এই ধরনের অনুকূল উদ্বৃত্ত অনবরত বৃদ্ধির ফলে বিপুল পরিমান অর্থ ব্যাংকগুলো থেকে বিভিন্ন স্কট মার্কেট ও রিয়েল এস্টেট মার্কেটে বিনিয়োগ করা হবে । বিনিয়োগের অতিরিক্ত বৃদ্ধির ফলে কিছু কিছু পণ্যদ্রব্যের দাম বাড়বে ।

    চীনের জাতীয় শুল্ক বিভাগের প্রকাশিত নতুন উপাত্ত থেকে জানা গেছে , এ বছরের প্রথম পাঁচ মাসে চীনের বাণিজ্যের অনুকূল উদ্বৃত্তের পরিমান ছিল ৮৬ বিলিয়ন মার্কিন ডলার । এ পরিমান গত বছরের সারা বছরের উদ্বৃত্তের প্রায় অর্ধেক । কাজেই বিশেষজ্ঞদের ধারণায় , চীন সরকারকে বাণিজ্যের কাঠামো আরো যুক্তিযুক্ত করার ব্যবস্থা নিতে হবে , যাতে আমদানি ও রপ্তানির ভারসাম্যহীন অবস্থার পরিবর্তন করা যায় । এর পাশাপাশি , সরকারকে ব্যাংকের সুদের হার ও ব্যাংকগুলোর রিজারভ ফান্ডের অনুপাত পরিবর্তনের মাধ্যমে আরো বেশি মুদ্রা ব্যাংকের আমানতের পরিমান বাড়ানোর ব্যবস্থা নিতে হবে ।

    মুদ্রাস্ফীতির চাপ কমানোর জন্য চীন সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল করার ব্যবস্থা নিচ্ছে । চীনের কেন্দ্রীয় ব্যাংক এ মাসের প্রথম দিকে ব্যাংকে আমানতের সুদের হার ও রিজার্ভ ফান্ডের অনুপাত বাড়ানোর ব্যবস্থা নিয়েছে । মুদ্রাস্ফীতির চাপ কমানোর পরবর্তী ব্যবস্থা সম্পর্কে চীনের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান চৌ সিয়াও ছুয়ান বলেছেন , অর্থনৈতিক উন্নয়নের অবস্থা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার নতুন ব্যবস্থা নেবে ।