চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি বিভাগের প্রধান চিয়াং ইয়াং সম্প্রতি বলেছেন, ছিংহাই তিব্বত রেলপথ চালু হওয়ার পর ,ছিংহাই ও সিছুয়ানসহ বিভিন্ন প্রদেশ থেকে লাসায় আসা বৌদ্ধ ধর্মের দেবতার প্রতি শ্রদ্ধা জানানো লোকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে । লাসার বিভিন্ন পর্যটন স্থানে ধর্মাবলম্বী পর্যটকের সংখ্যা নতুন রেকর্ড সৃষ্টি করেছে ।
তিনি বলেছেন, গত বছরে পোতালা প্রাসাদ ও তাচাও মন্দিরসহ বিভিন্ন পর্যটন স্থানে পর্যটকের সংখ্যা ৩.৩ লাখ পার্সন টাইমসের দাঁড়ায় ,যা ২০০৫ সালের চেয়ে ৬০ হাজারেরও বেশি ।
ছিংহাই-তিব্বত রেলপথের লাসা স্টেশনের একজন কর্মী বলেছেন, লোকজনের ট্রেনে করে তিব্বত আসার মূল কারণ হচ্ছে ট্রেনের দ্রুত গতি, সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থাএবং সস্তা দাম ও গুণগতমানের পরিসেবা ।
|