চীনের রাষ্ট্রীয় শিল্প ও বাণিজ্য প্রশাসন বিষয়ক সাধারণ ব্যুরোর উপপপ্রধান লি তুং শেং ১২ জুন বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের পর , চীনের ট্রেডমার্কের অধিকার লংঘন সংক্রান্ত মামলার সংখ্যা হয়েছে ২ লাখ। এর মধ্যে বিদেশী ট্রেডমার্কের অধিকার লংঘন সংক্রান্ত মামলার সংখ্যা মোট ২৮ হাজারেরও বেশি।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের ৬ বছরে, চীন বিদেশী ট্রেডমার্কের সুরক্ষা এবং পণ্যের পাইকারী বাজার সংক্রান্তপ্রশাসনের ক্ষেত্র আরো সম্প্রসারণ করেছে। এর ফলে সংশ্লিষ্ট বাজারের অর্থনৈতিক শৃঙ্খলায় একটি উপযুক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, পেইচিং, শাংহাই এবং থিয়ান চিনসহ বিভিন্ন স্থানের শিল্প ও বাণিজ্য প্রশাসন সংক্রান্ত বিভাগ তাদের সংশ্লিষ্ট বাজার নীতিমালার মাধ্যমে ফ্রান্স, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং জার্মানীসহ নানা দেশের বহু শিল্পপ্রতিষ্ঠানের ৪০টিরও বেশি বিখ্যাত ট্রেডমার্কের সুরক্ষার বিষয়টি জোরদার করেছে। এ ব্যাপারে সব ধরণের পোষাকসহ ও ছোট খাট পণ্যের ট্রেডমার্ক গ্রহণ না করলে সে সব পন্য বিক্রি করাও যাবে না।
তাছাড়াও, চীন অলিম্পিক গেমস সংক্রান্ত সকল প্রতীকের সুরক্ষার বিষয়টি জোরদার করেছে। এ পর্যন্ত, শিল্প ও বাণিজ্য প্রশাসন বিষয়ক সাধারণ ব্যুরো অলিম্পিক গেমস সংক্রান্ত মোট ৬৯টি প্রতীক রেজিস্ট্রেশনের ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে ত ৭টি বিশেষ প্রতীকও রয়েছে। ।
|