১২ জুন টাইমস অব ইন্ডিয়া পত্রিকার খবরে প্রকাশ , গত বছর যদিও ভারতে শিশু শ্রমিক ব্যবহার নিষিদ্ধ সংক্রান্ত আইন প্রকাশিত হয়েছে , কিন্তু জরীপের ফলাফল অনুযায়ী , ভারতে ৫ থেকে ১৪ বছর বয়সী মোট ১ কোটি ২৭ লাখ শিশু শ্রমিককে এখনো ব্যবহার করা হচ্ছে ।
খবরে প্রকাশ , ভারতে শিশু শ্রমিকদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার ৫ শতাংশ এবং শ্রম শক্তির ৩.১৫ শতাংশ । এ সব শিশু শ্রমিকের মধ্যে ২০.২৮ শতাংশ কৃষি , মত্স্য ও বনায়ন শিল্পের ক্ষেত্রে কাজ করছে । শুধু ১৪.০৭ শতাংশ শিশু শ্রমিক লেখাপড়া করছে । ১৯৯১ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ভারতের শিশু শ্রমিকদের সংখ্যা ১০.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে । শিশু শ্রমিকদের আয় কম ।
ভারতের আইন অনুযায়ী , কোন সংস্থা বা ব্যক্তি কর্তৃক ১৪ বছরেরও কম বয়সী শিশু শ্রমিক ব্যবহার করা নিষিদ্ধ রয়েছে । দারিদ্র্য , ঋণ ও সমাজের উদাসীনতাসহ বিভিন্ন কারণে ভারতে শিশু শ্রমিক ব্যবহার বিষয়ক আইন চালু রাখা খুব কঠিন ।
|