চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১২ জুন পেইচিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছেন , অস্ট্রেলিয়া সফরের জন্য দালাই লামাকে অস্ট্রেলিয়া যে অনুমতি দিয়েছে , সে ব্যাপারে চীন অস্ট্রেলিয়ার কাছে কড়াকড়িভাবে চীনের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছে । এতে চীন উদ্বেগ প্রকাশ করেছে । অস্ট্রেলিয়া একগুঁয়েভাবে চীনের দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করে অস্ট্রেলিয়া সফরের জন্য দালাই লামাকে যে অনুমতি দিয়েছে , সেজন্য চীন প্রবল অসন্তোষ প্রকাশ করেছে এবং দৃঢ়ভাবে তা বিরোধীতা করেছে ।
তিনি জোর দিয়ে বলেছেন , দালাই লামা একজন নিছক ধর্মীয় ব্যক্তি নন , তিনি দীর্ঘকাল ধরে বিদেশে মাতৃভূমিকে বিভক্ত করা এবং জাতীয় সংহতিকে ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে আসছেন ।
তিনি বলেছেন , চীন আশা করে যে , অস্ট্রেলিয়া দু'দেশের সম্পর্কের সুষ্ঠু বিকাশের ভবিষ্যতের দিক থেকে অস্ট্রেলিয়ায় চীনের মাতৃভূমিকে বিভক্ত করার জন্য দালাই লামাকে অনুমতি দেবে না এবং তাকে বিভক্ত বক্তব্য প্রকাশের কোন স্থান ও সুযোগ সুবিধা প্রদান করবে না ।
|