২৬ জুন উত্তর চীনের থিয়ান চিন মহানগরীতে আন্তর্জাতিক প্রাণী ও উদ্ভিদ অর্থনীতি সম্মেলন-২০০৭ অনুষ্ঠিত হবে । তখন বিশ্বের বিভিন্ন অঞ্চলের কয়েক হাজার সরকারী কর্মকর্তা , শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি ও পন্ডিতগণ এ সম্মেলনে অংশ নেবেন ।
জানা গেছে , এ সম্মেলন বিদ্যাগত গবেষণা এবং প্রযুক্তি ও পণ্য প্রদর্শনী এ দুই অংশে বিভক্ত । বিদ্যাগত গবেষণায় প্রাণ বিজ্ঞানের অগ্রগতি , জ্বালানী এবং প্রাণী ও উদ্ভিদের প্রযুক্তিসহ ১০টি অলোচ্য বিষয় অন্তর্ভুক্ত রয়েছে । প্রযুক্তিগত পণ্য প্রদর্শনীতে প্রাণী ও উদ্ভিদের প্রযুক্তি গবেষণার ক্ষেত্রে ৫ শোরও বেশি দেশী-বিদেশী সর্বশেষ গবেষণালব্ধ জিনিস প্রদর্শিত হবে ।
প্রাণী ও উদ্ভিদ অর্থনীতি এমন একটি অর্থনীতি , যার মাধ্যমে প্রাণ বিজ্ঞান এবং প্রাণী ও উদ্ভিদ প্রযুক্তির গবেষণা , উন্নয়ন ও প্রয়োগের ভিত্তিতে প্রাণী ও উদ্ভিদ প্রযুক্তির পণ্য ও শিল্প বিষয়ক অর্থনীতি গড়ে তোলা হয়েছে ।
|