চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ছিন কাং ১২ জুন পেইচিংয়ে বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে যে , ২০ ও ২১ জুন ওয়াশিংটনে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী তাই পিং কুও এবং মার্কিন স্থায়ী উপ-পররাষ্ট্রমন্ত্রী জন ডিমিট্রি নেগ্রোপন্টের মধ্যে চতুর্থ চীন-মার্কিন কৌশলগত সংলাপ অনুষ্ঠিত হবে ।
ছিন কাং বলেছেন , এই সংলাপ ব্যবস্থা দু'দেশের রাষ্ট্রপতিদের মতৈক্যের ভিত্তিতে আয়োজনের ব্যবস্থা নেয়া হচ্ছে এবং তা হবে কৌশল ও রাজনীতির দিক থেকে দু'দেশের বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম । উভয় পক্ষ এর আগের তিনটি সংলাপের ওপর দু'দেশের সম্পর্কের বিষয় নিয়ে গভীরভাবে মত বিনিময় করবে ।
তিনি বলেছেন , দু'দেশ যেমন অভিন্ন স্বার্থের সঙ্গে জড়িত , তেমনি গঠনমূলক সহযোগী । দ্বিপক্ষীয় সম্পর্কসহ ব্যাপক আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে দু'দেশের মধ্যে বহু আলোচ্য বিষয় রয়েছে ।
|