 ১২ জুন বিকেলে জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর সঙ্গে প্রধানমন্ত্রী ভবনে চীন-জাপ মৈত্রী ২১ শতাব্দী কমিটির দু'দেশের প্রতিনিধিগণ সাক্ষাত্ করেছেন । জাপানে চীনের দূতাবাসের রাষ্ট্রদূত ওয়াং ই সাক্ষাতে অংশ নিয়েছেন ।
চীনের প্রধান প্রতিনিধি চেং বি তা চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও'এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন । আবে তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও-এর প্রতি তাঁর শুভেচ্ছাও জানিয়েছেন । জাপানের প্রথম প্রতিনিধি কবায়াশি ইয়োতারো আবেকে চীন-জাপ মৈত্রী ২১ শতাব্দী কমিটির সম্মেলনের সফল তা অবহিত করেছেন ।
আবের সঙ্গে দু'পক্ষের প্রতিনিধিরা জাপ-চীন সম্পর্ক অনুযায়ী জ্বালানী সাশ্রয়ী এবং পরিবেশ সংরক্ষণ সহযোগিতা নিয়ে মত বিনিময় করেছেন ।
|