১১ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত নগর সংস্কৃতি সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে "পেইচিং ঘোষণা" প্রকাশিত হয়েছে।
ঘোষণায় বলা হয়েছে যে, নতুন শতাব্দীর নগরের সংস্কৃতির প্রাকৃতিক সভ্যতা প্রকাশ করা উচিত। প্রাকৃতিক সম্পদ ভোগের উন্নয়ন পদ্ধতি ঠিক হয় নি। নগরের উন্নয়নে মানুষ ও প্রকৃতি, নগর ও গ্রামের সুষম অবস্থান বাস্তবায়িত হওয়া উচিত। নগরের উন্নয়নে প্রাকৃতিক পরিবেশের ওপর চাপ কমিয়ে দেয়া উচিত।
এর পাশাপাশি নগরের উন্নয়ন সাধারণ অধিবাসিদের চাহিদা পুরোপুরিভাবে মেটানো উচিত। বিশেষ করে, নগরের দরিদ্র অধিবাসিদের চাহিদা সর্বাগ্রে মেটানো উচিত।
নগর সংস্কৃতি সংক্রান্ত আন্তর্জাতিক সেমিনারে চীনের নির্মাণ মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সাংস্কৃতিক ধ্বংসাবশেষ ব্যুরোর যৌথ উদোগ্যে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী ২৩টি দেশ ও অঞ্চলের এক হাজারেরও বেশি মেয়র, স্থপতি এবং অন্যান্য মহলের ব্যক্তিবর্গ পেইচিংয়ে একসঙ্গে ছিলেন।
|