v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-12 18:49:00    
দক্ষিণ চীনের বন্যা দুর্গত অঞ্চলে ত্রানের কাজ পুরোদমে চলছে ।

cri
    জুন মাস থেকে দক্ষিণ চীনের কিছু অঞ্চলে অতি বৃষ্টির জন্য গুরুতর বন্যা দেখা দিয়েছে । এতে এক কোটিরও বেশি লোক বন্যাকবলিত হয়েছে এবং এতে নিহতের সংখ্যা ৭০জনের বেশি । চীনের গণ প্রশাসনিক বিভাগ দুর্গত অঞ্চলে ত্রাণ কাজ শুরু করেছে এবং দুর্গতদের স্থানান্তরিত করার ব্যবস্থা নিচ্ছে ।

    গত কয়েক দিন ধরে দক্ষিণ চীনের কিছু অঞ্চলে একটানা ঝড়বৃষ্টির দরুন নদীর পানি দ্রুত বেড়ে যায় একং কিছু কিছু অঞ্চলে গুরুতর বন্যা ও ভূমিধ্বস ঘটে । চীনেন হুনান , কুয়াং তুং , কুয়াং সি ও কুইচৌ প্রদেশের কিছু অঞ্চল বন্যাকবলিত হয় । এ চারটি প্রদেশের প্রায় ৫০ হাজার বসতবাড়ী ধ্বসে পড়ে, প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি প্রায়তিন শ' কোটি ইউয়ান ।

    চীনের গণ প্রশাসনিক মন্ত্রণালয় বন্যাকবলিত অঞ্চলে পরিত্রাণের কাজ শুরু করেছে । এ মন্ত্রণালয়েরর ত্রাণ বিভাগের কর্মকর্তা লিয়াও ইয়োন ফেন সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কারে বলেছেন , চীনের গণ প্রশাসনিক মন্ত্রণালয় হুনান , কুয়াং সি ও কুইচৌ প্রদেশের বন্যায় সৃষ্ট ক্ষয়ক্ষতি অনুসারে চতুর্থ পর্যায়ের ত্রাণ পরিকল্পনা কার্যকর করতে শুরু করেছে । গণ প্রশাসনিক মন্ত্রণালয় দুর্গত অঞ্চলে কর্মগ্রুপ পাঠিয়েছে এবং দুর্গতদের ত্রাণ সামগ্রী পাঠিয়েছে । তিনি বলেছেন , গণ প্রশাসনিক মন্ত্রণালয় ত্রাণ সামগ্রী ও অর্থ যোগাড় করার চেষ্টা করছে ।

    কুয়াং তুং প্রদেশ বন্যায় গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । কুয়াং তুং প্রদেশে সি আর আইয়ের সংবাদদাতা চু চি লুং বলেছেন , বন্যা কবলিত অধিবাসীদের বাঁচানোর জন্য কুয়াং তুং প্রাদেশিক সরকার দুর্গত অঞ্চলে১৮টি উদ্ধারকারী জাহাজ ও শতাধিক ত্রাণকর্মী পাঠিয়েছে । কুয়াং তুং প্রদেশের মেইচৌ অঞ্চলের অবস্থা সবচেয়ে গুরুতর । ৯ জুন রাতে ত্রাণকর্মীরা মেইচৌ অঞ্চলে ত্রাণকাজ শুরু করেন এবং দুর্গত অঞ্চলে ৬৫ লাখ ইউয়ান পাঠিয়েছেন । বর্তমানে মেইচৌ অঞ্চলের দুর্গত জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে , পরিত্রাণের কাজ পুরোদমে চলছে ।

    দক্ষিণ পশ্চিম চীনের কুয়াং সি চুয়ান স্বায়তশাসিত অঞ্চলও গুরুতরভাবে বন্যাকবলিত হয়েছে । কুয়াং সি অঞ্চলের দুর্গতদের সংখ্যা ২১ লাখ , নিহতের সংখ্যা দশজনের বেশি , এতে প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি ৫০ কোটি ইউয়ানের বেশি । কুইলিন শহর অতিবৃষ্টির দরুন গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । বর্তমানে কেন্দ্রীয় সরকারের পাঠানো কর্মগ্রুপ ছাড়া কুয়াং সি স্বায়তশাসিত অঞ্চলের ত্রাণকাজও পুরোদমে চলছে । কুয়াং সি চুয়ান জাতির স্বায়তশাসিত অঞ্চল সরকারের ত্রাণ কার্যালয়ের প্রধান ইয়ে ওয়ে ছিন বলেছেন , দুর্গত অঞ্চলের জনসাধারণ যাতে খাওয়া , পরা , থাকা ও চিকিত্সা সমস্যার সমাধান হয় , সে ব্যাপারে আঞ্চলিক সরকার বাস্তব ব্যবস্থা নিচ্ছে । তিনি বলেছেন , আঞ্চলিক সরকারের গণ প্রশাসনিক বিভাগ ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীরা বন্যা দেখা দেয়ার পরপরই দুর্গত অঞ্চলে গিয়েছে এবং জরুরী সাহায্য হিসেবে দু হাজার তাবু কুইলিন অঞ্চলে পাঠিয়েছে । এখন কুইলিনসহ চারটি দুর্গতঅঞ্চলের অধিবাসীদের থাকা , খাওয়া , পরা ও চিকিত্সা সমস্যা সমাধান হয়েছে । দুর্গত অঞ্চলের পরিস্থিতিও স্থিতিশীল রয়েছে ।

    কুয়াং সি , কুয়াং তুং ছাড়া হুনান ও কুইচৌয়ের অবস্থাও গুরুতর । কেন্দ্রীয় সরকারের পাঠানো কর্মগ্রুপের পরিচালনায় সেখানকার ত্রাণ কাজও ঠিকমতো চলছে ।

    চীনের আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী , এ মাসের ১২ ও ১৩ তারিখ দক্ষিণ চীনের কিছু কিছু অঞ্চলে আবারও ঝড়বৃষ্টি হবে । বর্তমানে এ সব অঞ্চল আবহাওয়ার উপর নিবিড় দৃষ্টি রাখছে এবং বন্যাকবলিত অঞ্চলের অধিবাসীদের নিরাপদ অঞ্চলে স্থানান্তরিত করার প্রস্তুতি নিচ্ছে ।