১১ জুন পেইচিং সরকার ঘোষণা করেছে যে, ভবিষ্যতে সরকার আইসি,কম্পিউটার ও প্রিন্টারসহ বিভিন্ন যন্ত্রপাতি কেনার সময় বাধ্যমূলকভাবে জ্বালানী ও পানি সাশ্রয়ী যন্ত্রপাতি কিনতে হবে ।
একইদিন পেইচিংয়ের নতুনভাবে গঠিত জ্বালানী সাশ্রয়ী পর্যবেক্ষণ দল আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে । এ দলের ২২জন সদস্যকে জ্বালানী সাশ্রয়ী পুলিশও বলা হয়। তাঁরা প্রধানত পেইচিং-এর সরকারী ভবন, হোটেল, অফিস ভবন, শপিং মল এবং সুপারমার্কেট পর্যবেক্ষণ করে এসব স্থানের আইসি'র জ্বালানী সাশ্রয়ী ব্যবস্থার বাস্তবায়ন করবেন । গ্রীষ্কালের বেশি বিদ্যুত ব্যবহৃত সময়ের পর তাঁরা জ্বালানী সাশ্রয়ী পর্যবেক্ষণ অব্যাহত রাখবেন ।
|