১১ জুন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ব্রাজিল ও ভারতসহ বিভিন্ন উন্নয়নশীলদেশ নিয়ে গঠিত '২০ দেশের সমন্বয়ী দল' মনে করে, বিশ্ব বাণিজ্য সংস্থার দোহা আলোচনা এ বছরের শেষ নাগাদ সম্পন্ন করা হবে ।
বিবৃতিতে বলা হয়েছে, ২০ দেশের সমন্বয়ী দল আলোচনার সাফল্যের জন্য সক্রিয় ভুমিকা পালন করবে । এর পাশাপাশি তারা আশা করে , বিশ্ব বাণিজ্য সংস্থার উন্নতদেশগুলোর সিদ্ধান্ত এবং রাজনৈতিক ইচ্ছা প্রকাশ করে কৃষি ভর্তুকি কমানো, বাজার উন্মুক্ত করা এবং নানা ধরনের রপ্তানী সংক্রান্ত ব্যবস্থা বাতিল করবে ,যাতে আলোচনার ফলাফল বিভিন্ন পক্ষের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়।
|