সাংহাইয়ের ত্রয়োদশ টেলিভিশন উত্সব ১১ জুন শুরু হয়েছে। বিশ্বের ৩৯টি দেশ ও অঞ্চলের টেলিভিশন কেন্দ্র ও চলচ্চিত্র সংস্থা চীনের জাতীয় বেতার , চলচ্চিত্র ও টেলিভিশন ব্যুরো ও সাংহাই পৌর সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত পাঁচদিন ব্যাপী এই টেলিভিশন উত্সবে অংশ নেবে ।
বতর্মান টেলিভিশন উত্সবে টেলিভিশন অনুষ্ঠান নির্বাচন , টেলিভিশন অনুষ্ঠান বিনিময় ও আন্তর্জাতিক টেলিভিশন ফোরাম অনুষ্ঠিত হবে ।
**চীন বেতার কেন্দ্রের সংগীত দল রাশিয়া সফর করছে
চীন বেতার কেন্দ্রের বাদক দল ও গায়ক চু হুয়ার রাশিয়া সফর সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং ২৪মে মস্কোর রাশিয়ার চীনাবর্ষের তথ্যকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে । চীনের লোকসংগীত দল ও গায়ক চু হুয়ার রাশিয়া সফর রাশিয়ার চীনাবর্ষের অন্যতম কর্মসূচী ।
প্রেস ব্রিফিংয়ে সংগীত দলের পরিচালক ফেং চিয়াফেন বলেছেন , রাশিয়ায় চীনাবর্ষের কর্মসূচী নেয়া এক ঐতিহাসিক তাত্পর্যসম্পন্ন ব্যাপার । আমাদের এই বাদক দলের শিল্পীরা পাশ্চাত্যদেশগুলোর বাদ্যযন্ত্র ব্যবহারের পরিবর্তে চীনের সংখ্যালঘু জাতিগুলোর ঐতিহ্যিক বাদ্যযন্ত্র দিয়ে চীনের লোকসংগীত বাজায় । আমি বিশ্বাস করি রাশিয়ার বন্ধুরা আমাদের বাজানো সুর শুনে খুশি হবেন ।
প্রেস ব্রিফিংয়ে ফেন চিয়া ফেন ও চু হুয়া প্রমুখ চীনা শিল্পী চীনের বাদ্যযন্ত্র আর হু , ফিফা ও সোনা দিয়ে চীনের লোকসংগীতের সুর বাজিয়েছেন ।
**চীন ও বৃটেন মিলিতভাবে ১৫০টি বিশ্ববিখ্যাত বইয়ের চীনা সংস্করণ প্রকাশ করবে
সম্প্রতি বৃটেনের পেনগুইন গ্রুপ ও চীনের ছুনছিন প্রকাশনা গোষ্ঠী ঘোষনা করেছে যে আগামী পাঁচ বছরের মধ্যে তারা যৌথভাবে চীনা পাঠকদের জন্য ১৫০টি বিশ্ববিখ্যাত সাহিত্যিক রচনার চীনা সংস্করণ প্রকাশ করবে ।
২০০৬ সালের আগষ্ট মাসে এ দুটি প্রকাশনালয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে । সহযোগিতার প্রথম কিস্তি হিসেবে ৩০টি প্রাচীন সাহিত্য রচনার চীনা সংস্করণ এ বছরের শেষ নাগাদ প্রকাশিত হবে ।
চীনের ছুনছিং প্রকাশনালয়ের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছেন , এটা শুধু গ্রন্থস্বত্বের বাণিজ্য নয় , বরং দু পক্ষের জন্যই অনুকুল সাংস্কৃতিক সহযোগিতা ।
|