v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-11 21:04:32    
চীন মনে করে , হুচিনথাওয়ের সুইডেন সফর সাফল্যমন্ডিত হয়েছে

cri

    চীনের প্রেসিডেন্ট হু চিনথাও জি-৮ ও উন্নয়নশীল দেশগুলোর শীর্ষনেতৃবৃন্দের সংলাপে উপস্থিত থেকে এবং সুইডেনে রাষ্ট্রীয় সফর করার পর ১১ জুন পেইচিংয়ে ফিরে এসেছেন । হু চিনথাওয়ের সফরসঙ্গী চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি স্বদেশে ফেরার পথে সাংবাদিকদের এক সাক্ষাত্কার দিয়েছেন । তিনি মনে করেন , হু চিনথাওয়ের এবারের সফর কার্যকর এবং উল্লেখ্যযোগ্যভাবেসাফল্য হয়েছে ।

    ৬ থেকে ১০ জুন পর্যন্ত চীনের প্রেসিডেন্ট হু চিনথাও জার্মানীতে অনুষ্ঠিত জি-৮ এবং ৫টি উন্নয়নশীল দেশের সংলাপে অংশ নিয়েছেন এবং সুইডেনে রাস্ট্রীয় সফর করেছেন । ৪ দিনে র এ সংক্ষিপ্তসফরে হু চিনথাও প্রায় ৩০টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বহু দেশের নেতৃবৃন্দের সঙ্গে ব্যাপকভাবে সাক্ষাত করেছেন । দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার সম্পর্কে প্রস্তাব করেছেনএবং বিশ্বেরঅর্থনৈতিক সমস্যা ও সারা বিশ্বের আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে ধারাবাহিক ভাবে চীনের অভিমত ব্যাখ্যা করেছেন ।

     আবহাওয়ার সমস্যা এবারের জি-৮ এবং উন্নয়নশীল দেশগুলোর নেতৃবৃন্দের সংলাপের একটি প্রধান বিষয় । হু চিনথাও জোর দিয়ে বলেছেন , আবহাওয়ার সমস্যা আসলে উন্নয়নের সমস্যা । আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন স্বার্থবোধ ও সহযোগিতার নতুন ছাঁচ প্রতিষ্ঠা করতে হবে এবং সক্রিয়ভাবে বাস্তব সহযোগিতা চালাতে হবে । আবহাওয়ার সমস্যার ক্ষেত্রে যৌথভাবে পার্থক্য করে দায়িত্ব পালন করার নীতি অনুসরণ করে শিল্পোন্নত দেশগুলোকে উন্নয়নশীল দেশগুলোকে  সাহায্য করতে হবে এবং সর্বপ্রথম নিঃসরণের দায়িত্ব বহন করতে হবে । তিনি জোর দিয়ে বলেছেন , চীন অব্যাহতভাবে আবহাওয়া পরিবর্তন ক্ষেত্রের আন্তর্জাতিক সহযোগিতা ও দক্ষিণ দক্ষিণ সহযোগিতায় অংশ নিতে চায় ।

    আন্তর্জাতিক উন্নয়ন ক্ষেত্রেদক্ষিণ ও উত্তর দুপক্ষের সহযোগিতা ত্বরান্বিত করার লক্ষে হুচিনথাও প্রস্তাব করেছেন যে , আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে দায়িত্ব বহন করে বিশ্ব অর্থনীতির সুষম ও স্থিতিশীল উন্নয়ন জোরদার করতে হবে । উন্নয়নশীল দেশগুলোকে আত্ম উন্নয়নের ক্ষমতা বাড়াতে সাহায্য করতে হবে ।

    পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়েছি বলেছেন , হু চিনথাওয়ের বর্ণনা করা অভিমত থেকে চীনের সক্রিয়, গঠনমূলক এবং দায়িত্বশীল মনোভাবপ্রমাণিত হয়েছে । এটা উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ রক্ষা করেছে বলে বিভিন্ন পক্ষ তা ভূয়সী প্রশংসা করেছে । আন্তর্জাতিক জনমত অনুযায়ী হুচিনথাওয়ের ভাষণ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উন্নয়নশীল দেশগুলোর ন্যায় এবং যৌথভাবে আবহাওয়ার পরিবর্তনের মোকাবেলা করার অভিমত প্রকাশ করেছে । একই সময় বিশ্বজোড়া অংশিদারীত্বের নতুন সম্পর্ক গড়ে তোলার মতামতও বাস্তবায়িত হয়েছে ।

     উন্নয়নশীল দেশগুলোর সংহতি ও সহযোগিতা ত্বরান্বিত করাও হু চিন থাও'র এবারের সফরের প্রধান সাফল্য । উন্নয়নশীল দেশগুলোর নেতৃবৃন্দের যৌথ শীর্ষ বৈঠকে অংশ নেযার সময় হু চিন থাও বলেছেন , নতুন পরিস্থিতিতে উন্নয়নশীল দেশগুলোকে সহযোগিতা জোরদার করে সম্মিলিতভাবে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে , যৌথ স্বার্থ বজায় রাখতে হবে , আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খল আর আর্থিক, বাণিজ্যিক ও জ্বালানীর সুষ্ঠু পরিবেশের স্থাপন ত্বরান্বিত করতে হবে এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ক্ষেত্রের প্রতিনিধিত্ব জোরদার করতে হবে ।

    ইয়াং চি শি বলেছেন , হু চিন থাও'র প্রস্তাবে বৈঠকে অংশগ্রহণকারী উন্নয়নশীল দেশগুলোর নেতৃবৃন্দ সক্রিয় সাড়া দিয়েছেন ।

    সংলাপ বৈঠকে হু চিন থাও পৃথক পৃথকভাবে ১২৮জন বিদেশী নেতার সঙ্গেও বৈঠক করেছেন । তারা কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা ও সুদানের দার্ফুর সমস্যাসহ অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গভীরভাবে মত বিনিময় করেছেন । ইয়াং চি শি বলেছেন , বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে চীনের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন । তারা এই মত প্রকাশ করেছেন যে , চীনের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করে সম্মিলিতভাবে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে যৌথভাবে উন্নয়নকে ত্বরান্বিত করবে ।

    চীন ও সুইডেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী ৫৭ বছর ধরে হু চিন থাও'র সফর হচ্ছে চীনের কোন রাষ্ট্রপতির প্রথম সুইডেন সফর । সফরকালে হু চিন থাও এবং সুইডেনের রাজা , প্রধানমন্ত্রী ও স্পিকারের মধ্যে বৈঠক হয়েছে । হু চিন থাও কোটবার্গ নামক জাহাজের প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সুইডেন-চিন বাণিজ্য কমিটিতে বক্তৃতাও দিয়েছেন । সফরে তিনি বহু বার এই মত প্রকাশ করেছেন , চীন দু'দেশের সম্পর্ককে অব্যাহতভাবে নতুন পর্যায়ে উন্নীত করতে ইচ্ছুক । যাতে দু'দেশের জনগণ বংশপরম্পরায় মৈত্রী ও সার্বিক সহযোগিতার ভাল বন্ধু ও অংশীদার হবে ।