v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-11 20:12:02    
খেলার জগত

cri

    স্বাভাবিকভাবেই যেন এশিয়া একাদশ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিয়েছে আফ্রো-এশিয়া কাপ সিরিজ । শনিবার চেন্নাইয়ে অনুষ্ঠিত দ্বিতীয় ডে-নাইট ম্যাচে তারা ৩১ রানে হারিয়েছে আফ্রিকা একাদশকে । এশিয়ার ৩৩৭ রানের জবাব দিতে নেমে আফ্রিকা একাদশ এক বল বাকি থাকতে অল আউট হয়ে যায় ৩০৬ রানে। আফ্রিকা একাদশের বেয়েটা ডিপেনার ৬৭ এবং মার্ক বাউচারের ৭৩ সহ প্রথম ওয়ান ডে সেঞ্চুরিয়ান শন পোলকের ব্যাট থেকে আসে ৩৫ রান । শ্রীলংকার পেস বোলার দিলহারা ফার্নান্ডো চারটি উইকেট নেন । বাংলাদেশের বা হাতি স্পিনার মোহাম্মদ রফিক পান দু'টি উইকেট । এর মধ্যে আলবি মরকেলের উইকেটের জন্য রফিকের কৃতজ্ঞ  থাকা উচিত সৌরভের প্রতি । সৌরভ খুব নিচু হওয়া ক্যাচটি ধরেন অসাধারন দক্ষতায় ।্ সেহওয়াগও খেলেছেন ঠিক পুরোনো সেহওয়াগের মতই । ৩৮ বলে তিনি ৮টি চার ও ১টি ছয়ের সাহায্যে ৫২ রান তোলেন। তার দুর্দান্ত ব্যাটিংয়ে এশিয়া শুরুতেই ৪.৫ ওভারে ১১ রানে জয়সুরিয়াকে হারানের দু:খ ভুলে যায় । এশিয়া একাদশের মিডল অর্ডারে প্রায় সবাই কম বেশি অবদান রেখেছেন তারি ফলশ্রুতিতে আফ্রো- এশিয়া কাপের দ্বিতীয় ডে- নাইট ম্যাচে টস জয়ী এশিয়া প্রথমে ব্যাট করে ৩৩৭ রানের পাহাড় দাঁড় করায় সাত উইকেট হারিয়ে । এশিয়া একাদশের পক্ষে সর্ব্বোচ্চ৮৮ রান করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেহোয়াগ ও সৌরভ ছাড়াও হাফসেঞ্চুরী করেন আরেকজন মোহাম্মদ ইউসুফ । এই পাকিস্তানি ব্যাটসম্যান ৪৪ বলে ৩টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৫১ রান করেন । এশিয়া একাদশের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও ৪০ বল খেলে ৪৫ রান করেন।

     আইসিসির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নির্বচিত হয়েছেন সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রয় মালি । ৭০ বছর বয়সী মালি ২০০৩  সাল থেকে সাউথ আফ্রিকার ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল তাকে আইসিসির প্রেসিডেন্ট পদে নিয়োগ দিলে তিনি সাউথ আফ্রিকান প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন । ২০০৮ সালে আইসিসির বার্ষিক সভা অনুষ্ঠিত হওয়া পর্যন্ত অর্থাত প্রায় ১৩ মাস মালি আইসিসির নতুন পদে দায়িত্ব পালন করবেন । গত মাসে আইসিসির ৫৭ বছর বয়সী প্রেসিডেন্ট পার্সিসন মারা গেলে এ পদটি শূন্য হয় । নতুন দায়িত্ব নেয়ার পর মালি বলেন তিনি এ দায়িত্বটিকে চ্যালেন্জ এবং সম্মানের সঙ্গে গ্রহণ করেছেন ।

   এবারে ফুটবল

    ইউরো ২০০৮ এর বাছাই পর্বের লড়াইয়ে জয়ী হয়েছে বিশ্বকাপ ২০০৫৬ এর স্বাগতিক দেশ জার্মানী, চ্যাম্পিয়ন ইতালি  ও রানার্স আপ  ফ্রান্স । ছোট দলগুলোকে দাঁড়াতেই দেয়নি তারা । বি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে লিথুয়ানিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ইতালি । লিথুয়ানিয়ার বিপক্ষেই গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল বিশ্ব চ্যাম্পিয়নরা । পরের ম্যাচে ফ্রান্চের বিপক্ষে হেরে মুল পর্বে উঠাটাই আনিশ্চিতত হয়ে পড়ে ইতালির । ওই পরাজয়ের পরেই যেন ছন্দ ফিরে পায় তারা । এরপর টানা পাচ ম্যাচ জিতে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দি্বতীয় স্হানে উঠে এসেছে ইতালি । লিথুয়ানিয়ার বিপক্ষে এদিন দুটি গোলই করেছেন দলের তরুণ ফরোয়ার্ড ফ্যাবিও কুয়াগলিয়রেলা ।  এদিকে বি-গ্রুপে ইতালির মুল প্রতিদ্বন্দ্বী ফ্রান্সও জয় পেয়েছে এদিন ।  ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্হানটি অক্ষুন্ন রেখেছে ফ্রান্স । অন্যদিকে ডি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পেয়েছে জার্মানী । স্লোভাকিয়াকে হারিয়েছে তারা ২-১ গোলে । এই জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্হানটি নিজেদের দখলে রাখল । অন্যান্য ম্যাচে ইংল্যান্ড ৩-০ গোলে এস্টোনিয়াকে, সুইডিন ৫-০ গোলে আইসল্যান্ডকে, ডেনমার্ক ২-০ গোলে লাটভিয়াকে, রুমানিয়া  ২-০ গোলে স্লোভাকিয়াকে, স্কটল্যান্ড ২-০ গোলে ফানো আইল্যন্ডকে এবং স্পেন ২-০ গোলে লিচটেন্সটেইনকে  হারিয়েছে।   

    আগের ম্যাচের শেষ মুহুর্তে দেয়া গোলে ব্রাজিল১-১ গোলে ড্র করেছিল ইংল্যান্ডের সঙ্গে । এবার তারা গোল শুন্য ড্র করল তুরস্কের বিপক্ষে । মঙ্গলবার জার্মানির ডর্টমুন্ডে অনুষ্ঠিত হয় এই প্রীতি ম্যাচ । ব্রাজিলের কোচ ডুঙ্গা দ্বিতীয়ার্ধে কাকা ও রোনালদিনহোকে মাঠে নামিয়েও গোলের দেখা পাননি। সন্দেহ নেই, প্রচন্ড চাপে রয়েছেন ৯৪-এর বিশ্বকাপজয়ী অধিনায়ক ডুঙ্গা । গোটা ম্যাচে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল একবারই  গোলের সুযোগ পেয়েছিল । একই দিন ব্রাজিলের চির প্রতিদ্বন্দি আর্জেন্টিনা ৪-৩ গোলে আলজেরিয়াকে হারালেও ব্রাজিলকে মাঠ ছাড়তে হয় গোলশুন্য ড্র মেনে নিয়ে ।  আগামী ২৬শে জুন থেকে ১৫ জুলাই ভেনিজুয়েলায় অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা কাপ ফুটবল ।

    মেসির কাঁধে ভর করে আবারো উতরে গেল আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে লায়নেল মেসির জোড়া গোলের সুবাদে ৪-৩ গোলে কষ্টার্জিত জয় পেয়েছে আর্জেন্টিনা । ম্যাচটি অনুষ্ঠিত হয় স্পেনে । ম্যাচের দুই মিনিটেই পেনাল্টি থেকে গোলকরে আর্জেন্টিনাকে এগিয়ে দেন তেভেজ । তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা । পিছিয়ে পড়ার আট মিনিট পর আস্হার ইয়াহিয়ার গোলে  ম্যাচে সমতা ফিরিয়ে আনে আলজেরিয়া ।।  এরপর ম্যাচের নিয়ন্ত্রন হারিয়ে ফেলে আর্জেন্টিনা । সেই সুযোগে ৪৩ মিনিটে মাজিদ বোঘরের দেয়া চমতকার গোলে এগিয়ে যায় আলজেরিয়া । প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে আর্জেন্টিনা । দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পরি জেনেত্তির মাপা শটে পা ছুঁইয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন  ক্যাম্বিয়াসো । ৭৪ মিনিটে পাবলো আইমারের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে ম্যাচের সেরা  গোলটি করেন মেসি ।  

    এবারে টেনিস

   ফরাসি এপেনের হ্যটট্রিক শিরোপা জিতলেন বেলজীয় কন্যা জাস্টিন হেনিন । শনিবার অনুষ্ঠিত ফাইনালে সার্বিয়ার আনা ইভানোভিচকে ৬-১  ও ৬-২ এ হারিয়ে । ৬৫ মিনিটের ফাইনালে জয়ী হওয়ার সুবাদে ২৫ বছর বয়সী হেনিন মনিকা সেলেসের পর দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসেবে রোলাঁ গারোয় টানা তৃতীয়বার চ্যম্পিয়ন হলেন । তার আগে মনিকা সেলেস এ কৃতিত্ব অর্জন করেছিলেন ১৯৯০ ১৯৯১ ও ১৯৯২ সালে টানা তিনবার জিতে । প্যারিসে গত পাঁচ বছরে হেনিনের এটি চতুর্থ শরোপা জয় ।