১১ জুন চীনের শুল্ক ব্যুরো প্রকাশিত এক সর্বশেষ পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ৫ মাসে চীন এবং ই.ইউ, যুক্তরাষ্ট্র, জাপান, আসিয়ান ও ভারতসহ বিভিন্ন বাণিজ্যিক অংশীদারী দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে । ই.ইউ. ,যুক্তরাষ্ট্র এবং জাপান চীনের প্রধানত বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে ।
চীনের শুল্ক ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী প্রথম ৫ মাসে ই.ইউ.চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে, দু'পক্ষের বাণিজ্যিক মূল্য ছিল ১২৯.৮ বিলিয়ন মার্কিন ডলার, বৃদ্ধির হার ২৯ শতাংশ । যুক্তরাষ্ট্র চীনের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে ।দু'পক্ষের বাণিজ্যিক মূল্য ১১৫.১ বিলিয়ন মার্কিন ডলার , বৃদ্ধির হার ১৮.২ শতাংশ । জাপান হচ্ছে তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার । দু'পক্ষের বাণিজ্যিক মূল্য ৯১.২ বিলিয়ন মার্কিন ডলার , বৃদ্ধির হার ১৫.৫ শতাংশ ।
তা ছাড়া প্রথম ৫ মাসে চীন এবং আসিয়ানের বাণিজ্যিক বৃদ্ধি হার ২৭.৫ শতাংশ, চীন ও ভারতের দ্বিপক্ষীয় বাণিজ্যিক বৃদ্ধি হার ৫৩.৭ শতাংশ , বৃদ্ধির গতি চীনের ১০টি বাণিজ্যিক অংশীদারী দেশের মধ্যে সবচেয়ে বেশি ।
|