পর্যটকদের আরো সুষ্ঠুভাবে পরিসেবা করার জন্য তিব্বতের পোতালা ভবনে সম্প্রতি প্রথমবারের মত অধিক উত্কৃষ্ট ডিজিটাল প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন শুরু হয়েছে ।
পোতালা ভবন সূত্রে জানা গেছে , এ চলচ্চিত্রে ২০মিনিট স্থায়ী ত্রি-মাত্রিক কার্টুন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে । এই প্রযুক্তির সাহায্যে দেয়াল চিত্রের অচল মানুষ , গাড়ি , ঘোড়া ও গরুর চামড়া দিয়ে তৈরী নৌকা জীবন্ত হয়ে উঠেছে । সেনাবাহিনীর গার্ড অব অনার , মিষ্ত্রিদের হাতিয়ার ও চলমান গরুর চামড়া দিয়ে তৈরী নৌকা আরো সজীব হয়ে উঠেছে ।
এই প্রামাণ্য চলচ্চিত্রের মাধ্যমে পর্যটক পরিসেবা কেন্দ্র পর্যটকদের পর্যটনের লাইনসহ নানা রকম পরিসেবা ব্যবস্থায়ও সাহায্য করা হচ্ছে ।
|