পেইচিং শহরের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির উপপ্রধান ওয়াং ওয়েই ছেং বলেছেন, অলিম্পিক গেমস-২০০৮ অনুষ্ঠিত হওয়ার আগে, পেইচিংয়ের প্রায় ৯০ শতাংশ বাস ,সব ট্যাক্সি, পরিবেশ সুরক্ষা সংক্রান্ত গাড়ি এবং ডাক-গাড়ি পরিষ্কার জ্বালানী সম্পদ ব্যবহার করবে ।
তিনি ১১ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত সবুজ অলিম্পিক এবং শহুরে পরিবেশ গঠনমূলক ফোরামে ব্যাখ্যা করার সময় বলেছেন, সম্প্রতি পেইচিং আরও কিছু কিছু উচ্চ পর্যায়ের কার্যকর, জ্বালানীসম্পদের সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষাসহ নানা ধরণের প্রাকৃতিক গ্যাস সংক্রান্ত বিদ্যুত্ উত্পাদন যন্ত্র স্থাপন করবে।এটি পেইচিংয়ে পরিষ্কার জ্বালানীসম্পদ ব্যবহারের জন্য একটি নতুন পরিস্থিতির সৃষ্টি করবে।
তিনি আরো বলেছেন, "অলিম্পিক গেমস--২০০৮"কে সত্যিকারভাবে একটি সবুজ অলিম্পিক গেমসে পরিণত করার জন্য অলিম্পিক পার্কেও পুরোপুরিভাবে এ সব পরিষ্কার জ্বালানীসম্পদ ব্যবহৃত হবে বলে অনুমান করা হচ্ছে।
|