v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-11 19:27:51    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৬/১১

cri
    বন্ধুরা, চীনে প্রায় ৬ কোটি প্রতিবন্ধী রয়েছে। সমাজের একটি বিশেষ গোষ্ঠী হিসেবে তাদের অধিকার যেমন চীনের আইনের দ্বারা সংরক্ষিত, তেমনি সরকার ও সমাজের বিভিন্ন মহলের লোকেরা নানা দিক থেকে প্রতিবন্ধীদের যত্ন নিচ্ছেন এবং সাহায্য করছেন। চীনের রাজধানী পেইচিংয়ের কু লৌর পশ্চিম রাজপথের একটি চারকোনার আংগিনায় রয়েছে একটি বিশেষ সিনেমা হল। এখানে পর্দা নেই, কেবল আছে একটি টেলিভিশন সেট, একটি ডি ভি ডি যন্ত্র ও একটি অ্যামপ্লিফায়ার। আরো আশ্চর্যের বিষয় হচ্ছে , এখানকার দর্শকরা সবাই অন্ধ। সিনেমা হলের ব্যাখ্যাকারীরা চলচ্চিত্রের কাহিনী ও দৃশ্যাবলী অন্ধদের বর্ণনা করে শোনান। ১৩ জুন সমাজ দর্পন আসরে শি চিং উ এ বিশেষ ধরণের সিনেমা হলের কাহিনীটি আপনাদের পড়ে শোনাবেন।

    পেইচিং একটি সুদীর্ঘ ইতিহাসসম্পন্ন মহানগর। এ শহরের ভিতরে ও আশেপাশে অনেক প্রাচীন মন্দির রয়েছে। প্রতি বছরই এই মন্দিরগুলোতে বহু দেশি-বিদেশী পর্যটকরা দর্শন করতে আসেন । ১৪ জুন চলুন বেড়িয়ে আসি আসরে ছাও ইয়া হুয়া এমন দুটি মন্দিরের সংক্ষিপ্ত পরিচয় দেবেন। একটির নাম থানচে মন্দির এবং আরেকটির নাম ফাইউয়ান মন্দির। অনুষ্ঠানটি শুনতে ভুলবেন না কিন্তু।

    আগে চীনের গ্রামাঞ্চলের কৃষকরা গ্রামীণ সুদীখানা বা হাট থেকে খাবারসহ নানা রকম প্রয়োজনীয় নিত্য ব্যবহার্য পণ্য কিনতেন। বাড়িতে ব্যবহার্য বিরাটাকারের ইলেকট্রনিকস পণ্য কেনার জন্য তাদের জেলা শহরের বিপনী কেন্দ্রে যেতে হতো। এতে চীনের গ্রামাঞ্চলে বাণিজ্যিক পরিসেবা ব্যবস্থার অভাব দেখা যেতো। ২০০৫ সালে চীনের গ্রামাঞ্চলে সুপারমার্কেট গড়ে তোলার জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয় কৃষকদের উপকারিতামূলক কর্মসূচী চালু করেছে। গত দু'বছর প্রচেষ্টা চালানোর মাধ্যমে চীনের গ্রামাঞ্চলে শহরের বহু সুপার মার্কেটের শাখা গড়ে তোলা হয়েছে। এতে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে। ১৫ জুন সেই গ্রাম এই জীবন আসরে আমরা চীনের গ্রামীণ সুপার মার্কেট সম্পর্কে আলোচনা করবো।

    উত্তর-পশ্চিম চীনের ছিংহাই প্রদেশে হান, তিব্বতী, হুই, থু, সারা ও মঙ্গোলীয়সহ বেশ কয়েকটি সংখ্যালঘু জাতি বসবাস করে। এই অঞ্চলের বিকাশের কাজে নিয়োজিত হওয়ার পাশাপাশি তারা স্থানীয় ও সংখ্যালঘু জাতির স্ববৈশিষ্ট্যসম্পন্ন সংস্কৃতিও সৃষ্টি করেছে। এর মধ্যে সংখ্যালঘু জাতির কিছু সংখ্যক অসাধারণ হস্তশিল্প পণ্য ও এই সব পণ্য তৈরীর কৌশল এখনো প্রচলিত রয়েছে। মাখন দিয়ে তৈরী হস্তশিল্প পণ্য, সূচীকর্ম ও তিব্বতী চিত্রাঙ্কন ছিংহাই প্রদেশের তিনটি প্রসিদ্ধ স্থানীয় হস্তশিল্প পণ্য হিসেবে অভিহিত। ১৬ জুন ওরা অনন্য আসরে এই প্রদেশের কয়েকটি বৈশিষ্ট্যসম্পন্ন হস্তশিল্প পণ্য সম্পর্কে থাং ইয়াও খান আপনাদের অজানা কিছু তথ্য জানাবেন।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।