চীনের অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব-বিভাগের পরিচালক চান চিং থাও ১১ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত চীন—ইউরোপীয় ইউনিয়নের "সরকারী ক্রয় সেমিনারে" বলেছেন, চীনের চলতি বছরের শেষ নাগাদ "সরকারী ক্রয় চুক্তি" সংক্রান্ত আলোচনায় অংশ নেয়ার প্রতিশ্রুতি পরিবর্তিত হবে না।
চান চিং থাও বলেছেন, চীন সরকার একটি উন্মুক্ত সরকারী ক্রয় বাজার প্রতিষ্ঠার প্রচেষ্টা চালাচ্ছে। চীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে , বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার পর চীন যত তাড়াতাড়ি সম্ভব "সরকারী ক্রয় চুক্তি" সংক্রান্ত আলোচনা শুরু করবে।
জানা গেছে, এখন চীনের সংশ্লিষ্ট বিভাগ সক্রিয়ভাবে আলোচনা শুরু করার প্রস্তুতিমূলক কাজ করছে। এর পাশাপাশি চীনের সরকারী ক্রয় ব্যবস্থার সংস্কারও পরীক্ষা পর্যায় থেকে সারা দেশে সম্প্রসারণের পর্যায়ে প্রবেশ করেছে।
|