সুইডেনে সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ১০ জুন বলেছেন, চীন ও উত্তর ইউরোপের দেশগুলোর পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার ও পারস্পরিক পরিপূরকতা বাস্তবায়ন করার ভবিষ্যত্ সম্ভাবনা রয়েছে। তিনি উত্তর ইউরোপের দেশগুলোর শিল্পপতিদের সহযোগিতা এবং চীনের বাজারের ইতিবাচক উন্নয়নে আশা প্রকাশ করেছেন।
এদিন হু চিন থাও স্টকহোমে সুইডেন ও চীনের বাণিজ্য কমিটি তাঁর সম্মানে আয়োজিত ভোজ সভায় চীনের সংস্কার ও মুক্তদ্বার নীতি বাস্তবায়নের পর বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের ব্যাখ্যা করেছেন।
হু চিন থাও দু'পক্ষের পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা জোরদার করার জন্য কয়েকটি প্রস্তাব দিয়েছেন। বাণিজ্যিক ক্ষেত্র বাড়ানো,বাণিজ্যিক সহযোগিতা ও সংলাপের ব্যবস্থা স্বয়ংসম্পর্ণ করা, নতুন জ্বালানি সম্পদ ও পরিবেশ সহায়কে সহযোগিতা করা, দু'পক্ষের মাঝারি ও ছোট আকারের শিল্পপ্রতিষ্ঠানকে প্রযুক্তির সহযোগিতা জোরদারের উত্সাহ দেয়া এবং পেইচিং ওলিম্পিক গেমস ও শাংহাই বিশ্ব প্রদর্শনী ব্যবহারের মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করা।
তিনি সুইডেনে রাষ্ট্রীয় সফরের শেষে ১১ জুন পেইচিংয়ে ফিরে এসেছেন।
|