১ লাখ ২০ হাজার কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লা চালিত গ্যাস বিদ্যুত কেন্দ্র - সি হো কয়লা খনি কয়লা চালিত গ্যাস বিদ্যুত কারখানা নির্মাণের কাজ বর্তমানে চীনের প্রধান কয়লা উত্পাদনকারী শানসি প্রদেশে পুরোদমে চলছে । নির্মাণকাজ আগামী আগস্ট মাসের শেষ দিকে শেষ হবে বলে অনুমাণ করা হচ্ছে ।
এ বিদ্যুত কারখানা ২০০৫ সালে বিশ্ব ব্যাংকের সংগে চীনের স্বাক্ষরিত সর্বাধিক সংখ্যা ও মূল্যবিশিষ্ট কার্বন- ডাই-অক্সাইড নির্গমন হ্রাস ক্রয় চুক্তির অধীনে বাস্তবায়িত একটি প্রকল্প ।
বিশ্ব ব্যাংক , জাপান ও নেদারল্যান্ডসসহ সংশ্লিস্ট পরিষ্কার উন্নয়ন কাঠামো সংস্থাগুলো ইতোমধ্যে আলাদা আলাদাভাবে এ বিদ্যুত কারখানা নির্মাণের পর জরীপ করা গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের পরিমাণ ক্রয়ের কাজ সম্পন্ন করেছে ।
উল্লেখ্য যে , পরিষ্কার উন্নয়ন কাঠামোর কাজ হচ্ছে এই যে , গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের কাজে সহায়তার লক্ষ্যে শিল্পোন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর প্রকল্পে পুঁজি ও প্রযুক্তি বিনিয়োগ করবে এবং গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের পরিমাণ ক্রয় করবে , যাতে তারা নিজেদের প্রতিশ্রুত গ্রিন হাউস গ্যাস নির্গমন হ্রাসের কর্তব্য সম্পাদন করতে পারে ।
|