৯ জুন সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফ স্টকহোম সফররত চীনের প্রেসিডেন্ট হু চিন থাও'এর সঙ্গে সাক্ষাত্ করেছেন । দু'পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও আলোচনা করেছে ।
হু চিন থাও বলেছেন, চীন ও সুইডেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৭ বছর ধরে দ্বিপক্ষীয় সম্পর্ক অব্যাহতভাবে সামনে এগিয়ে চলছে । দু'দেশের রাজনৈতিক পারস্পরিক আস্থা অব্যাহতভাবে জোরদার হয়েছে, আন্তর্জাতিক ব্যাপারে ঘনিষ্ঠ বিনিময় ও সমন্বয় বাজায় রয়েছে , আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের সহযোগিতা সাফল্যমণ্ডিত এবং বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, শিক্ষা আর পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রের সহযোগিতাও ঘনিষ্ঠ হয়েছে । তিনি বলেছেন, চীন পারস্পরিক সমান ও উপকারিতার ভিত্তিতে সুইডেনের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে ত্বরান্বিত করতে ইচ্ছুক ।
এদিন প্রেসিডেন্ট হু চিন থাও এবং রাজা কার্ল ষোড়শ গুস্তাফ সম্মিলিতভাবে গথেবার্গে অনুষ্ঠিত 'গথেবার্গ'নামক প্রাচীনকালের আদলে নির্মিত জাহাজের ফিরে আসা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । হু চিন থাও তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন, চীন সরকার কৌশল এবং দীর্ঘকাল থেকেই দু'দেশের সম্পর্কের ওপর গুরুত্ব দেয় । তিনি বিশ্বাস করেন, গথেবার্গ জাহাজের ফিরে আসা অনুষ্ঠান এবং দু'দেশের জনগণের প্রচেষ্টায় দু'দেশের সম্পর্ক আরো বেশি সফল তা অর্জন করতে পারবে ।
এদিন হু চিন থাও রাজা গুস্তাফের সঙ্গে সুইডেনের বিখ্যাত ভলভো গোষ্ঠীতে পরিদর্শন করেছেন ।
|