১০ জুন টাইমস অব ভারত পত্রিকার এক খবরে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়েছেন যে , ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক জ্বালানী সম্পদ সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষরের জন্য আরো অনেক আলোচনা দরকার ।
জার্মানীতে জি-৮ এবং উন্নয়নশীলদেশসমূহের সংলাপ সম্মেলনে অংশ নেয়ার পর ভারত ফিরে আসার সময় বিমানে মনমোহন সিং সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, মার্কিন প্রেসিডেন্ট বুশের সঙ্গে বৈঠকে তিনি দু'দেশের পারমাণবিক জ্বালানী সম্পদের সহযোগিতা সম্পর্কিত আচলাবস্থা নিয়ে আলোচনা করেছেন । তিনি বলেছেন, বর্তমানে আরো কিছু ঝামেলা রয়েছে এবং আলোচনা অব্যাহত রাখা দরকার । কিন্তু দু'পক্ষ ঝামেলা নির্মূল করার সিদ্ধান্তওপ্রকাশ করেছে ।
তিনদিনব্যাপী ভারত ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক জ্বালানী সম্পদ সহযোগিতা সংক্রান্ত আলোচনা ২ জুন নয়াদিল্লীতে শেষ হয়েছে । দু'পক্ষ পারমাণবিক পরীক্ষা এবং পারমাণবিক বর্জের সমাধান সম্পর্কিত দু'টি গুরুত্বপূর্ণ সমস্যার ব্যাপারে পরস্পরের মতভেদ নিরসণ হয় নি।
|