v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-06-09 18:31:46    
চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ ৭টি দেশের নেতাদের সংগে সাক্ষাত করেছেন

cri
    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও গত শুক্রবার জার্মানী হেলিগেন্ডামে অনুষ্ঠিত ৮ জাতি জোট ও উন্নয়নশীল দেশগুলোর নেতৃবৃন্দের সংলাপ সম্মেলন চলাকালে আলাদা আলাদাভাবে যুক্তরাষ্ট্র , রাশিয়া , জাপান , জার্মানী , ফ্রান্স , ইতালি ও ক্যানাডার নেতৃবৃন্দের সংগে সাক্ষাত করেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন ।

    মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের সংগে সাক্ষাত্কালে হু চিন থাও চীন-মার্কিন সম্পর্কোন্নয়ন সম্পর্কে ৫দফা অভিমত উত্থাপন করেন । প্রথমত: অব্যাহতভাবে পারস্পরিক কৌশলগত আস্থা গড়ে তোলা হবে , বাস্তবসম্মত ও ন্যায্যভাবে পরস্পরের উন্নয়ন অবলোকন করা হবে এবং নির্ভুলভাবে পরস্পরের কৌশলগত পরিকল্পনা উপলব্ধি করা হবে । দ্বিতীয়ত: সুষ্ঠুভাবে তাইওয়ান সমস্যা সুরাহা করা হবে এবং সম্মিলিতভাবে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা আর চীন-মার্কিন অভিন্ন কৌশলগত স্বার্থ অক্ষুণ্ণ রাখা হবে । তৃতীয়ত: সার্বিক ও বাস্তবসম্মতভাবে চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার দ্রুত বিকাশের প্রক্রিয়ায় বেরিয়া আসা সমস্যাগুলো দেখা হবে এবং সমতাপূর্ণ সংলাপ ও পরামর্শের মাধ্যমে সুষ্ঠুভাবে উভয় পক্ষের বাণিজ্যিক বিরোধ নিরসন করা হবে , যাতে বাণিজ্যিক সমস্যার রাজনৈতিকীকরণ না হয় । চতুর্থত: জ্বালানী , পরিবেশ সংরক্ষণ ও বায়ুমন্ডলের পরিবর্তনের ক্ষেত্রে দু পক্ষের সহযোগিতা বাড়ানো হবে । পঞ্চমত: গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় দু পক্ষের পরামর্শ ও সমন্বয় জোরদার করা হবে ।

    সাক্ষাত্কালে বুশ বলেছেন , মার্কিন-চীন কৌশলগত অর্থনৈতিক সংলাপ হচ্ছে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিরোধ নিরসনের একটি প্রধান উপায় । এ সংলাপ অব্যাহত রাখা উচিত । তিনি জোর দিয়ে বলেন , তাইওয়ান সমস্যায় মার্কিন সরকারের মনোভাবের কোনো পরিবর্তন হয় নি । যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাইওয়ান প্রণালীর বর্তমান অবস্থার পরিবর্তনের বিরোধিতা করে ।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংগে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন , গত মার্চ মাসে উভয় পক্ষ সম্মিলিতভাবে চীন-রুশ কৌশলগত সহযোগিতা ও অংশীদারী সম্পর্কের আগামী ১০ বছরের উন্নয়নের নীতি ও প্রচেষ্টার দিকস্থিতি নির্ধারণ করেছে । চীন-রুশ সম্পর্কের ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে ।

    পুতিন বলেন , রুশ নেতৃবৃন্দ চীনের সংগে রাশিয়ার সম্পর্কের উপর বিশেষভাবে গুরুত্ব দেন । তারা চীনের সংগে মিলে উভয় পক্ষের অভিন্ন উপলব্ধি বাস্তবায়ন করার জন্যে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।

    জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজোর সংগে সাক্ষাত্কালে হু চিন থাও বলেন , উভয় পক্ষের উচিত কৌশলগত দিক থেকে চীন-জাপ সম্পর্ক উন্নয়নের দিকস্থিতি আকড়ে ধরা এবং দুই দেশের জনগণের শান্তিপূর্ণ সহঅবস্থান , যুগ যুগ ধরে সম্প্রীতিতে বসবাস , পারস্পরিক উপকারিতা ও সহযোগিতা এবং সম্মিলিত উন্নয়নের লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালানো ।

    আবে বলেন , জাপান জাপান-চীন যৌথ বিবৃতির নির্ধারিত নীতি অনুসরণ করে সুষ্ঠুভাবে ঐতিহাসিক সমস্যা ও তাইওয়ান সমস্যা সমধান করার জন্যে তার প্রচেষ্টা অব্যাহত রাখবে ।

    জার্মানীর চ্যান্সেলার অ্যাঞ্জেলা মার্কেলের সংগে সাক্ষাত্কালে হু চিন থাও জোর দিয়ে বলেন , চীন জার্মানীর সংগে তার বিনিময় ও সংলাপ জোরদার করতে , সম্মিলিতভাবে বিশ্বব্যাপী চ্যালেঞ্জের মোকাবিলা করতে , বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে এবং অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করতে প্রস্তুত রয়েছে ।

মার্কেল আশা প্রকাশ করে বলেন , দুই দেশ পরিবেশ সংরক্ষণ ও বায়ুমন্ডলের পরিবর্তনের ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করবে ।