শহুরে সংস্কৃতির ওপর তিনদিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার ৯ জুন পেইচিংয়ে শুরু হয়েছে ।
চীনের সংস্কৃতি মন্ত্রণালয় ও জাতীয় পুরাকীর্তি ব্যুরোসহ বিভিন্ন সংস্থার যৌথ উদ্যোগে সেমিনারটির আয়োজন করা হয় । জাতিসংঘের শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো এবং হাফো ইউনিভার্সিটিসহ বেশ কয়েকটি বিদেশী সংস্থার বিশেষজ্ঞসহ চীনের সাংস্কৃতিক পুরাকীর্তি সুরক্ষা বিষয়ক বিশেষজ্ঞগণ ও সরকারী কর্মকর্তারা এ সেমিনারে অংশ নিচ্ছেন । তারা আলোচনার মাধ্যমে শহর নির্মাণের সঙ্গে শহরের ঐতিহাসিক সাংস্কৃতিক পুরাকীর্তিসুরক্ষাসম্পর্কে মত বিনিময় করবেন এবং চীনের শহরায়নের নির্মাণকাজে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন।
বর্তমানে চীনের কিছু কিছু পুরানো শহরের সংস্কারে ঐতিহ্যিক আবাসিক এলাকা বা ঐতিহাসিক পুরাকীর্তিকে ভালভাবে রক্ষা করা হয়নি এমন কিছু ঘটনা দেখা গেছে । নতুন শহরের নির্মাণে অনুরূপ ঘটনাও দেখা যাচ্ছে। ঐতিহাসিক পুরাকীর্তি সুরক্ষা এবং শহরের উন্নয়নের মধ্যেকার সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করা বিশেষজ্ঞ, সরকার ও জনসাধারণের স্বার্থজড়িতএক অভিন্ন বিষয়ে পরিণত হয়েছে ।
|