আবদুল্লাহ ই বিন হুসেইন ১৯৬২ সালের ৩০ জানুয়ারী জর্দানের রাজধানী আমানে জন্মগ্রহণ করেন। তিনি জর্দানের সাবেক রাজার বড় ছেলে। তিনি পর পর আমান ইসলামী একাডেমি, ব্রিটেনের স্যান্ডহার্স্ট সামরিক একাডেমি, ওক্সফর্ড বিশ্ববিদ্যালয়, মার্কিন জর্জটন বিশ্ববিদ্যালয়, ব্রিটেন পদাতিক স্কুল ও ব্রিটেনের পরিচালনা এবং স্টাফ একাডেমিতে সামরিক ও আন্তর্জাতিক রাজনীতি বিষয় লেখাপড়া করেন। তিনি ১৯৮১ সাল থেকে স্থায়ী জর্দান বাহিনীতে দায়িত্ব পালন করে। ১৯৯৪ সালে তিনি জর্দানের বিশেষ সৈন্য বাহিনীর প্রধান হন। ১৯৯৭ সালে তিনি জর্দানের বিশেষ অভিযান বাহিনী ও বিশেষ সৈন্য বাহিনীর প্রধান হন। ১৯৯৮ সালের মে মাসে তিনি মেজার জেনারালের মর্যাদা লাভ করেন। তিনি ১৯৯৯ সালের জানুয়ারী মাসে যুবরাজ নির্চাচিত হন। ৭ ফেব্রুয়ারী তাঁর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিনি একজন সংগত বিমানচালক, উত্কৃষ্ট রেসিং ড্রাইভার, বিমানছত্র ও ডুবুরি।
আবদুল্লাহ ১৯৯৯ সালের ডিসেম্বর, ২০০২ সালের জানুয়ারী, ২০০৪ সালের জুলাই ও ২০০৫ সালের ডিসেম্বর মাসে চীন সফর করেন।
|