তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের স্থানীয় সরকার প্রকাশিত " তিব্বত পরিবেশ সংক্রান্ত ইস্তাহার----২০০৬" সূত্রে জানা গেছে, গতবছর, তিব্বতের পরিবেশের গুণগত মান অব্যাহতভাবে উপযুক্ত হচ্ছে। তিব্বতের পরিবেশ সংক্রান্ত গুণগত মান বিশ্বের মধ্যে অন্যতম।
ইস্তাহারে আরো বলা হয়েছে, গতবছর থেকে তিব্বতের গুরুত্বপূর্ণ নদী ও হ্রদের পানির অবস্থার সুষ্ঠু উন্নয়ন বজায় রয়েছে। লাসা শহরের সারা বছরের পরিবেশ সংক্রান্ত মানের হার বেড়েছে মোট ৯৯ শতাংশ।
পরিসংখ্যান থেকে জানা গেছে, তিব্বতের প্রাকৃতিক তৃণভূমির আয়তন মোট ৮.২ হেকটর হয়েছে। সেখানকার প্রায় ৪ লাখ বর্গকিলোমিটারেরও বেশি মোট আয়তনে স্থাপিত নানা ধরণের প্রাকৃতিক সুরক্ষা এলাকার সংখ্যা মোট ৩৮টি। তা সারা দেশের মধ্যে সর্বাধিক ।
|