জি-আট রাষ্ট্র গোষ্ঠীর শীর্ষ সম্মেলন ৭ জুন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে , এবারের সম্মেলনের প্রধান প্রতিপাদ্য -- " বিশ্বের অর্থনৈতিক বৃদ্ধি ও দায়িত্ব" এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বেশি মতৈক্যে পৌঁছেছে ।
বিবৃতিতে ই ইউ, ক্যানাডা এবং জাপানসহ সংশ্লিষ্ট পক্ষ উপস্থাপিত যে , ২০৫০ সালে বিশ্বের গ্রিন হাউস গ্যাসের নিঃসরণের পরিমাণ ১৯৯০ সালের চেয়ে কমপক্ষে মোট ৫০ শতাংশ কমানোর অভিমতের ব্যাপারে জি-আট নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে এর মতৈক্যে পৌঁছেছেন। একই সঙ্গে তাঁরা গ্রিন হাউস গ্যাসের নিঃসরণে সংশ্লিষ্ট বড় দেশগুলোর প্রচেষ্টা চালানোর ব্যাপারে আশা প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আট রাষ্ট্র গোষ্ঠী তাদের সংশ্লিষ্ট দেশের শিল্পপ্রতিষ্ঠান ও আন্তঃদেশীয় কোম্পানির সমাজিক দায়িত্ববোধ এবং পরিবেশ সুরক্ষার ধারণা জোরদার করতে প্রচেষ্টা চালাবে। যাতে উত্সাহ দিয়ে একটি সৃজনশীল আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা যায়। একই সঙ্গে জি-আট এর সদস্য দেশগুলোর শুল্ক বিভাগ ও আইন প্রয়োগ সংস্থা মেধাস্বত্ব সুরক্ষা ক্ষেত্রের সহযোগিতা জোরদার করবে। তাছাড়া, আন্তর্জাতিক কাঁচামাল সংক্রান্ত সরবরাহ ক্ষেত্রের স্বচ্ছতাও জোরদার করতে প্রচেষ্টা চালাবে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, জি-আট নতুন পর্যায়ের অর্থনৈতিক দেশগুলোর নতুন ধরণের সংলাপ ব্যবস্থা শুরু করবে। আগামী দুই বছরে চীন, ভারত, ব্রাজিল , মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা মেধাস্বত্ব সুরক্ষা, পুঁজি বিনিয়োগের অবরাধ, আফ্রিকার উন্নয়নে যৌথ দায়িত্ব সুনিশ্চিত , আবহাওয়ার পরিবর্তন এবং কার্যকরভাবে জ্বালানীসম্পদ ব্যবহারসহ মোট চারটি ক্ষেত্রে আলোচনা করবে।
|