৮ জুন পর্যন্ত চীনের ইয়ুন নান প্রদেশের নিং আরে সংঘটিত ভূমিকম্পে আহতদের সংখ্যা ৫৬২জনে উন্নীত হয়েছে । তাদের মধ্যে ৩০জনের অবস্থা গুরুতর । ঘন ঘন সংঘটিত ছোটখাটো ভূকম্পন হচ্ছে আহতদের সংখ্যা বাড়ার প্রধান কারণ ।
নিং আর ভূমিকম্প প্রতিরোধ ও ত্রাণ সদর দফতরের একজন কর্মকর্তা বলেছেন , ৮ জুনের দুপুর ১২টা পর্যন্ত নিং আরে ছোটখাটো ১ হাজার ৭৭৮টি ভূকম্পন হয়েছে । ফলে বেশ কিছু দুর্গত লোক নতুন করে আহত হয়েছেন । তবে নিহত হওয়ার খবর এখনো পাওয়া যায় নি ।
জানা গেছে , স্থানীয় সরকার এখন জোরেসোরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে , যাতে ২০০৮ সালের বসন্ত উত্সবের আগে দুর্গত লোকেরা নতুন বাড়িতে উঠতে পারেন এবং ২০০৮ সালের শেষ নাগাদ পুনর্নির্মাণের কাজ সম্পন্ন হতে পারে ।
নিং আরের ভূমিকম্প হংকংবাসী ও ম্যাকাওবাসীদের দৃষ্টি আকর্ষণ করেছে । দুর্গত এলাকার পুনর্নির্মাণের কাজে সহায়তার জন্যে হংকংয়ের প্রবাসী চীনা খৃষ্টান ফেডারেশন সম্প্রতি ২ লাখ হংকং ডলার দান করেছে ।
|