৮ জুন পেইচিংয়ে সফররত ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রী মনি শংকর আইয়ারের নেতৃত্বে পরিচালিত ভারতীয় যুব প্রতিনিধিদল চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান হান ছি তের সংগে সাক্ষাত করেছে ।
২০০৬ সালের নভেম্বর মাসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও ভারত সফরের সময় প্রস্তাব দিয়েছিলেন যে, আগামী ৫ বছরের মধ্যে চীন সরকার ভারতের ৫০০ যুবক-যুবতীকে চীন সফরে আমন্ত্রণ করবে । ভারতের এ যুব প্রতিনিধিদলটি হচ্ছে ভারতের পাঠানো প্রথম প্রতিনিধিদল । প্রতিনিধিদলটি প্রধানত ভারতের তরুণ কর্মচারী , বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী , তরুণ সমাজসেবী , শিল্পপতি , শিল্পী ও খেলোয়াড়দের নিয়ে গঠিত ।
চীনে অবস্থানকালে ভারতের প্রতিনিধিদল চীনের তরুণদের কাজকর্ম পর্যবেক্ষণ করবে , শিল্পপ্রতিষ্ঠান , আবাসিক পাড়া , বিশ্ববিদ্যালয় ও গ্রামাঞ্চল পরিদর্শন করবে এবং চীনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন মহলের লোকদের সংগে আলাপ ও মত বিনিময় করবে ।
|