আন্তর্জাতিক নিত্য-ব্যবহায্য ভোগ্য পণ্য বিষয়ক চীনের ষষ্ঠ মেলা ৮ জুন চীনের পূর্বাঞ্চলের নিংবো শহরে শুরু হয়েছে। এবারের মেলায় মোট ১ লাখেরও বেশী পণ্যদ্রব্য প্রদর্শন করা হচ্ছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবারের মেলার আয়োজন করা হয়। একটি হচ্ছে চীনের সবচেয়ে উচ্চ মানসম্পন্ন ও বৃহত্তম ব্যাপকতাসম্পন্ন আন্তর্জাতিক দৈনন্দিন ভোগ্য পন্যের বিশেষ মেলা। এবারের পাঁচ দিনব্যাপী মেলায় মোট ৩০০০টি ষ্টল আছে। মোট ১৫০০টিরও বেশী শিল্পপ্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেয়। মেলা মোট পোষাক, ইলেকট্রোনিকস ঘরে ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতি, অফিসের দ্রব্য, নিত্য-ব্যবহার্য্য দ্রব্য, উপহার ও খাবার ছয়টি বিভাগ ভাগ করা হয়েছে।
প্রাথমিক পরিসংখ্যান থেকে জানা গেছে, ৯০০০ জনেরও বেশী ক্রেতা ব্যবসায়ী এবারের মেলায় অংশ নেয়ার জন্য নাম লিখিয়েছেন। এদের মধ্যে রয়েছে, ই ইউ, ব্রাজিল, ইতালি, সিঙ্গাপুর, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশ বা অঞ্চলের ৫১টি ক্রয় দল।
|