চীনের মোটর গাড়ী শিল্প সমিতির ৮ জুন প্রকাশিত একটি পরিসংখ্যান থেকে জানা গেছে , এ বছরের প্রথম পাঁচ মাসে চীনে মোট ১৯.২৫ লাখ মোটর গাড়ী বিক্রি হয়েছে , এটা গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ২৫.৬৬ শতাংশ বেশি । এ বছরের প্রথম পাঁচ মাসে চীনের তৈরী মোটর গাড়ীগুলোর মধ্যে যে দশটি মার্কার গাড়ীর বিক্রি সবচেয়ে বেশি , তা' সবই মাঝারী দামের গাড়ী ।
বিশেষজ্ঞদের ধারনা , চীনের মোটর গাড়ী তৈরী কাঁচা মালের খরচ কমানো ও কারখানার আকার বড় হওয়ার সঙ্গে সঙ্গে মোটর গাড়ীর দাম আরো কমানোর সম্ভাবনা রয়েছে । এর পাশাপাশি চীনের নাগরিকদের আয় বাড়ছে । এটা সাধারণ পরিবারের গাড়ী কেনার শর্ত সৃষ্টি করেছে । ২০০৮ অথবা ২০০৯ সালে মোটর গাড়ী আরো জনপ্রিয় হবে বলে আশা করা হচ্ছে।
|